আমাদের দলে চোর আছে বলে বিতর্কে শোভনদেব

নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দল তৃণমূল নেতা ও মন্ত্রীদের। এ নিয়ে ফের সরব পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। তিন দলের…

Sovandeb Chattopadhyay

নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দল তৃণমূল নেতা ও মন্ত্রীদের। এ নিয়ে ফের সরব পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। তিন দলের সমালোচনা করে অস্বস্তি বাড়ালেন সরকারেরও। শোভনদেব বলেছেন,আমাদের দলেও চোর আছে তো। চোর সব দলে আছে।

খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, যে বলবে আমাদের দলে চোর নেই। তাঁদের পার্টি অফিসে আমি ঝাঁট দেবো। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের নামে ৫০ কোটি টাকা পাওয়া গিয়েছে। তিনি শাস্তি পেলে দুঃখ নেই। কিন্তু ৫০ কোটি টাকার সঙ্গে কি ১৩ হাজার কোটি টাকার তুলনা হবে? কী করে নীরব মোদী ১৩ হাজার কোটি টাকা নিয়ে পালাল?

তিনি বলেন, পার্থকে আমি হাতে ধরে রাজনীতিতে নিয়ে এসেছি। পার্থের এই দুর্নীতির ঘটনায় আমি দুঃখিত এবং মর্মাহত। এর আগে অবশ্য প্রকাশ্য মঞ্চ থেকেই শোভনদেব চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, কোনও দল যদি দাবি করে যে তাদের দলে কোনও খারাপ লোক নেই তাহলে আমি সেই দলের হয়ে চাকরবৃত্তি করব। তিনি বলেন, আমি প্রথম থেকেই বলে এসেছিলাম, যারা অন্যায় করবে, তাঁরা শাস্তি পাবে। আমাদের তাতে কিছু বলার নেই।

সিপিআইএমের সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, সততার প্রতীক বলে ওরা যার প্রচার করেন তিনিই যে দুর্নীতির মাথা সেটা মানুষ বুঝতে পেরে গিয়েছে। শোভনদেববাবুর দল ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলে কোনও ব্যক্তিকে মাথায় তুলে সততার প্রতীক প্রচার করে অসৎ প্রমাণিত হয়েছে আমার জানা নেই। এটা করে শোভনদেববাবু আসলে দুর্নীতির পক্ষেই সওয়াল করলেন। পশ্চিমবঙ্গকে টেনে নামানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই চেষ্টায় মমতার সঙ্গী শোভনদেব চট্টোপাধ্যায়। এসব বলে উনি বাঁচতে পারবেন না। ওনার দলে সবাই চোর।