ত্রিপুরায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন বাংলার মহারাজ

চলতি বছরের বন্যায় নাজেহাল পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের। বন্যায় প্রাণ হারিয়েছেন ৩৬ জন। ত্রিপুরা সরকারের দাবি প্রায় ১৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে । গৃহহীন হয়ে…

Sourav Ganguly stood by the flood victims in Tripura

চলতি বছরের বন্যায় নাজেহাল পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের। বন্যায় প্রাণ হারিয়েছেন ৩৬ জন। ত্রিপুরা সরকারের দাবি প্রায় ১৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে । গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। এবার ত্রিপুরায় দুর্গতদের পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

গত বছর ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক। আর এবার সেই রাজ্যে বন্যা দুর্গতদের ত্রাণ পাঠালেন দাদা। ত্রিপুরা রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন প্রায় বন্যা দুর্গতদের জন্য ১০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন সৌরভ।

   

জানা গিয়েছে, সৌরভের পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রেয়েছে জামা-কাপড়, খাবার দাবারের পাশাপাশি ওষুধ ও অন্যান্য সামগ্রী রয়েছে। বুধবার ত্রিপুরার গীতাঞ্জলি গেস্ট হাউজ পরিসর থেকে বিভিন্ন জেলায় ত্রাণ পাঠানো শুরু করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

ত্রিপুরা রাজ্যের পর্যটন মন্ত্রী এদিন বলেন, “সম্প্রতি বন্যায় রাজ্যের জনগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গাঙ্গুলী রাজ্যের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য ১০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী সাহায্য হিসেবে দিয়েছেন।

আগামীকাল বিভিন্ন জেলার ওই ত্রাণ সামগ্রী বন্যায় দূর্গতদের মধ্যে দেওয়া হবে। ত্রিপুরায় পর্যটনে সৌরভ গাঙ্গুলী ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পর থেকে পর্যটকে সংখ্যা বৃদ্ধি পেয়েছে।”