KMC Election: পুরভোটে সন্ত্রাসের অভিযোগ, আদালতে বামপক্ষ

নিউজ ডেস্ক: কলকাতা পুরসভা নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার কলকাতা পৌরসভা ভোটের নির্বাচনের ফল অনুযায়ী ‘ছোট লাল বাড়ি’তে এখন একছত্র অধিকার তৃণমূল…

CPIM

নিউজ ডেস্ক: কলকাতা পুরসভা নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার কলকাতা পৌরসভা ভোটের নির্বাচনের ফল অনুযায়ী ‘ছোট লাল বাড়ি’তে এখন একছত্র অধিকার তৃণমূল কংগ্রেসের। তবে ভোটের দিন সরগরম হয়েছিল কলকাতার একাধিক নির্বাচনী বুথ সংলগ্ন এলাকা। নির্বাচনের ফল প্রকাশের ঠিক পরেই নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিপিআইএম এবং সিপিআই। আগামিকালই দুইদলের জোড়া মামলার শুনানির সম্ভাবনা।

সিপিআইএম এবং সিপিআই শাসকদলের বিরুদ্ধে নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ এনেছে। দুইদলের তরফ থেকেই তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুইদলের জোড়া মামলায় একাধিক অভিযোগ উঠে আসছে শাসকদলের বিরুদ্ধে। এমনকি পুনর্নির্বাচনের দাবিও উঠছে। সিপিআইএম প্রার্থী ফৈয়াজ আহমেদ শাসকদলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলায় সিপিআইএম ও সিপিআই অভিযোগ জানিয়েছে,

১) ১৯ ডিসেম্বর কলকাতা ভোট লুট হয়েছে, তার সঠিক তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট (special investigation team) বা কোনো নিরপেক্ষ তদন্তকারী দল দ্বারা স্বচ্ছভাবে তদন্ত করা হোক।

২) যে সমস্ত বুথে অস্বাভাবিক ভোট পড়েছে সেই সমস্ত বুথের ভোট বাতিল করা হোক।

৩) কোনো বুথ থেকে বিরোধী এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠলে সেই বুথের ভোট বাতিল করা হোক।

৪) রাজ্যের ১১ টি‌ নির্বাচনে ৭ দিন আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে।

৫) প্রতিটি বুথে সিসিটিভি সচল রয়েছে কিনা এবং সেগুলি ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা তা যথাযথভাবে খতিয়ে দেখতে হবে।

দুই বিরোধীদলের জোড়া মামলায় এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। জোড়া মামলায় কি প্রতিক্রিয়া হবে শাসক‌দলের? আগামিকালই কি এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে? একাধিক প্রশ্ন ঘুরপাক খেলেও সময়ের সঙ্গে সঙ্গেই একে একে সব প্রশ্নের উত্তর মিলবে।