বাম আমলের নিয়োগ নিয়েও প্রশ্ন চাকরি প্রার্থীদের

মমতার সময়েই নয় নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময়েও। টানা ১৩ বছর ধরে নিয়োগের দাবিতে আন্দোলন জারি রেখেছেন চাকরি প্রার্থীরা। অভিযোগ, ২০০৯…

SSC

মমতার সময়েই নয় নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময়েও। টানা ১৩ বছর ধরে নিয়োগের দাবিতে আন্দোলন জারি রেখেছেন চাকরি প্রার্থীরা। অভিযোগ, ২০০৯ সালে সমস্ত জেলায় প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হলেও দক্ষিণ ২৪ পরগণা জেলায় হয়নি। ফলে নিয়োগ জটিলতায় বিগত বামফ্রন্ট সরকারও প্রশ্নের মুখে।

চাকরি প্রার্থীদের অভিযোগ ২০০৯ সাল থেকে নিয়োগের জন্য অপেক্ষা করছেন তাঁরা। সেসময় রাজ্যে ছিল বামফ্রন্ট সরকার। সেই বাম জমানার পর ২০১২ এবং ২০১৪ সালে ইন্টারভিউ হয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষ থেকে কোনও সদর্থক বার্তা মেলেনি।

   

চাকরি প্রার্থীরা জানিয়েছেন চলতি বছরের ১০ নভেম্বর আদালতের তরফে নির্দেশ ছিল দুই সপ্তাহের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে। আদালতের সেই নির্দেশকে অমান্য করা হয়েছে।

চাকরির দাবিতে রবিবার থেকে শুরু হয়েছে অনশন কর্মসূচি। মঙ্গলবার অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন এক চাকরিপ্রার্থী। এতে চাকরি প্রার্থীদের মধ্যে নতুন করে অসন্তোষ দেখা দিয়েছে। নিয়োগ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালানোর সিদ্ধান্ত চাকরি প্রার্থীদের।

এরই মধ্যে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে কথা বলেন চাকরি প্রার্থীরা। শাসক দলের প্রতিনিধির তরফে আশ্বাস পেয়েছিলেন চাকরি প্রার্থীরা। কিন্তু জটিলতা কাটেনি।