বিধানসভায় বিক্ষোভের ঘটনায় ‘গণতন্ত্রের ধ্বংস’ দেখছেন রাজ্যপাল

অধিবেশনের প্রথম দিনেই সোমবার তুলকালাম হয়ে ওঠে বিধানসভা চত্বর। বিজেপির বিক্ষোভের কারণে ভাষণ শুরু করতে পারেননি রাজ্যপাল জগদীপ ধনখড়। এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে দাবি…

অধিবেশনের প্রথম দিনেই সোমবার তুলকালাম হয়ে ওঠে বিধানসভা চত্বর। বিজেপির বিক্ষোভের কারণে ভাষণ শুরু করতে পারেননি রাজ্যপাল জগদীপ ধনখড়। এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে দাবি করেন রাজ্যপাল।

আরও পড়ুন: Exit Polls: উত্তরপ্রদেশে ফিরে এলেও ৩০০ পার করছে না বিজেপি

সোমবার রাজ্যপালের ভাষণের আগে বিধানসভায় বিক্ষোভ কর্মসূচী পালন করে বিজেপি। অবশেষে মাত্র দু লাইন ভাষণ দিয়েই অধিবেশন ছেড়ে বেরিয়ে যেতে চান রাজ্যপাল। প্রথম দিনেই কার্যত অসমাপ্ত রয়ে গেল অধিবেশন। সোমবার রাজ্যপাল টুইট করে বলেন, ‘গভর্নরের ভাষণের সময় এমন অপ্রীতিকর ঘটনা একদম অনুচিত। সবথেকে দুঃখের বিষয় হল মহিলা মন্ত্রী ও বিধায়করা বিধানসভায় বিক্ষোভ করছেন। এই দৃশ্য অত্যন্ত দুঃখজনক। আমাদের সংস্কৃতি কলঙ্কিত।

https://twitter.com/jdhankhar1/status/1500852968375328770?t=mQnIWeKYbkEPVR-prkzaYQ&s=08

বিধানসভার স্পিকারের কথাও শোনেনি বিক্ষোভকারী বিজেপি নেতারা। এই ঘটনাকেও নজিরবিহীন বলে উল্লেখ করেন রাজ্যপাল। তাঁর দাবি, গণতন্ত্র ধ্বংসের পথে।

আরও পড়ুন: Chinese Kali Temple: ট্যাংরার চাইনিজ কালি মন্দির : হিন্দু-চিনার মিলনস্থল

সোমবার দুপুর ২ টো থেকে রাজ্যপালের ভাষণ শুরু হওয়ার কথা ছিল। বিধানসভায় এসে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানান রাজ্যপাল। এরপর বিধানসভার ভিতরে প্রবেশ করেন। বিক্ষোভের ফলে দুপুর সাড়ে তিনটের আগেই বিধানসভা ছেড়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন জগদীপ ধনখড়।