Abhishek Banerjee: খাদ্যমন্ত্রীর খাটে ঘুমোচ্ছিল ইডি অফিসার, বিস্ফোরক অভিষেক

পুর নিয়োগ দুর্নীতি মামলায় দিনভর রাজ্যজুড়ে জোর তল্লাশি চালিয়েছে সিবিআই। তালিকায় রয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, মদন মিত্রের মতন নেতামন্ত্রীরা। গত বৃহস্পতিবার রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের…

পুর নিয়োগ দুর্নীতি মামলায় দিনভর রাজ্যজুড়ে জোর তল্লাশি চালিয়েছে সিবিআই। তালিকায় রয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, মদন মিত্রের মতন নেতামন্ত্রীরা। গত বৃহস্পতিবার রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি।তৃণমূলের দাবি, কেন্দ্রীয় সংস্থার এই সব তল্লাশি লোক দেখানো ছাড়া কিছুই না। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি আধিকারিকরা নাকি ঘুমিয়েছেন একথা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সংস্থা দিয়ে বারবার তল্লাশি চালানো হলেও তৃণমূল মাথা নত করবে না।

রবিবার ১২ জায়গায় সিবিআই তল্লাশির পর এদিন আবার সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কখনও ইডি পাঠিয়ে, কখনও সিবিআই পাঠিয়ে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে বিজেপি।”রাজভবনের সামনে ধরনা মঞ্চ থেকে এদিন অভিষেক বলেন, “রথীনদাকে জিজ্ঞেস করেছিলাম, ইডি কী করছিল এতক্ষণ? রথীনদা বললেন, আমার খাটে ইডি আধিকারিকরা ঘুমোচ্ছিলেন। আমি বললাম সে কি তোমার খাটে ঘুমোচ্ছিলেন আধিকারিকরা? রথীনদা বললেন, হ্যাঁ তাড়াতাড়ি বেরিয়ে গেলে তো ভাববে কিছুই পায়নি।”

   

উল্লেখ্য, রবিবার কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে তল্লাশির পর বিকেলেই তিনি হাজির হন ধরনা মঞ্চে। যদিও ফিরহাদ হাকিমকে ধরনা মঞ্চে এখনও দেখা যায়নি। তবে সোমবার যাবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলে জানিয়েছেন অভিষেক।