Jyotipriya Mallick: রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয়র জেল হেফাজত

রেশন দুর্নীতিতে জেল হেফাজতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত তাঁর জেল হেফাজত। আদালতের নির্দেশে জেলে গিয়ে জ্যোতিপ্রিয়কে (Jyotipriya Mallick) জেরা করতে পারবে ইডি।…

রেশন দুর্নীতিতে জেল হেফাজতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত তাঁর জেল হেফাজত। আদালতের নির্দেশে জেলে গিয়ে জ্যোতিপ্রিয়কে (Jyotipriya Mallick) জেরা করতে পারবে ইডি। রাজ্যে তৃণমূল জমানা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা সরকারের দুজন মন্ত্রী জেল হেফাজতে গেলেন। প্রথমজন শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতিতে ধৃত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর রেশন দুর্নীতিতে ধৃত বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

রাজ্যে তৃণমূল জমানায় দুই মন্ত্রী নিজ পদে থাকাকালীন জেল হেফাজতে গেলেন। তবে জেল হেফাজতের পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে দ্রুত মন্ত্রিসভা ও দলীয় মহাসচিব পদ থেকে সরিয়ে দেন মমতা। এবার জ্যোতিপ্রিয়র জেল হেফাজত হওয়ায় মুখ্যমন্ত্রীর পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে তীব্র কৌতুহল রাজ্য রাজনীতিতে। দীপাবলি উৎসবের মাঝেই জেল হেফাজত হলো মন্ত্রী জ্যোতিপ্রিয়র।

এদিনই মন্ত্রী জ্যোতিপ্রিয় চাঞ্চল্যকর দাবি করেন। ইডি হেফাজতে শারীরিক পরীক্ষায় কমান্ড হাসপাতাল থেকে  ফেরত আসার পর তিনি ক্ষীণ কন্ঠস্বরে বললেন, “শরীর অত্যন্ত খারাপ। মৃত্যু শয্যায় প্রায়”। তাঁর এমন দাবির পর তীব্র শোরগোল পড়ে যায়।

এদিকে ইডি সূত্রে খবর, মন্ত্রী স্বীকার করেছেন ৩টি ভুয়ো কোম্পানির ডিরেক্টর পদে স্ত্রী ও মেয়েকে বসাতে নির্দেশ দিয়েছিলেন।স্ত্রী-মেয়ের মুখোমুখি জেরায় একথা স্বীকার করেছেন মন্ত্রী নিজে। জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন, ইডি থেকে মুক্তি পেয়েছেন। এখন জেলে যাচ্ছেন।

জ্যোতিপ্রিয় নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করেছেন। এবার নিজের কন্যা ও স্ত্রীর বয়ানে বিপদ বাড়লো জ্যোতিপ্রিয় মল্লিকের। ইডির তদন্তে উঠে এসেছে, মন্ত্রীর কথাতেই তিন সংস্থার মন্ত্রী হয়েছিলেন তাঁর কন্যা ও স্ত্রী। ইডি জিজ্ঞাসাবাদে এমনই কথা স্বীকার করেছেন বালু কন্যা ও স্ত্রী। এর আগে জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক তার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন