TET scam: তৃণমূল বিধায়ক মানিক গ্রেফতারে ধর্না মঞ্চে আনন্দ, ‘চাকরি চাই’ বলে স্লোগান

ধর্না মঞ্চে তুমুল উচ্ছাস। থেকে থেকে স্লোগান ফিরিয়ে দাও চাকরি। টেট দুর্নীতিতে (TET Scam) চাকরিহারা বিক্ষোভকারীরা বলছেন, শুধু গ্রেফতারি নয় চাকরি দিতে হবে। টেট দুর্নীতির…

ধর্না মঞ্চে তুমুল উচ্ছাস। থেকে থেকে স্লোগান ফিরিয়ে দাও চাকরি। টেট দুর্নীতিতে (TET Scam) চাকরিহারা বিক্ষোভকারীরা বলছেন, শুধু গ্রেফতারি নয় চাকরি দিতে হবে। টেট দুর্নীতির তদন্তে মঙ্গলবার গ্রেফতার হয়েছেন পলাশীপাড়ার তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি (Manik Bhattacharya) মানিক ভট্টাচার্য।

২০১৪ সালে টেট উত্তীর্ণ প্রশিক্ষিত চাকরিপ্রার্থীদের ধর্না মঙ্গলবার পড়ল ৫৬ দিনে। চাকরি না পাওয়া অবধি ধর্না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

  • ধৃত বিধায়ক মানিক ভট্টাচার্য জেরায় কী বলতে চলেছেন তা নিয়ে তৃণমূল কংগ্রেস অভ্যন্তরে আলোড়ন চলছে বলেই জানা যাচ্ছে।
  • বিধায়ক গ্রেফতারে প্রবল বিড়ম্বনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • রক্ষাকবচ শেষ হতেই ইডি জালে পলাশীপাড়ার বিধায়ক তথা প্রাক্তন পর্ষদ সভাপতি

বিস্তারিত সংবাদ পড়ুন:

টেট চাকরি প্রার্থীদের দাবি, মানিক ভট্টাচার্য বলেছিলেন, দুর্নীতি প্রমাণ হলে সকলকে ডেকে চাকরি দেবেন। আদালতের কাছে সবটা প্রমাণ হয়ে গেছে। কোথাও নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে। আবার কোথাও সাদা খাতার বিনিময়ে চাকরি হয়েছে। মোটা টাকার বিনিময়ে চাকরি বিক্রি হওয়ায় বঞ্চিত হয়েছেন যোগ্য চাকরি প্রার্থীরা।

তাঁদের বক্তব্য, মানিক ভট্টাচার্য গ্রেফতার হলেও আমরা যেখানে ছিলাম সেখানেই রয়েছি। এখন দ্রুত নিয়োগ চাই। নিয়োগ না হওয়া অবধি বিরাট আন্দোলনের হুঁশিয়ারি চাকরি প্রার্থীদের। এর জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, মানিকবাবুই তো এতদিন বলে আসছিলেন যোগ্যতা, মেধার ভিত্তিতে চাকরি হয়েছে। আজকে উনিও ওনার যথাযত যোগ্যতা ও মেধার ভিত্তিতে গ্রেফতার হয়েছেন।

তৃণমূলের জমানায় এক দশক ধরে পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। তাঁর আমলেই নিয়োগের ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে বলে বিস্তর অভিযোগের নথি মিলেছে বলে সূত্রের খবর। মানিক ভট্টাচার্যের কাছ থেকে তথ্য চেয়েছিল ইডি। সেই তথ্যে গরমিল থাকায় সোমবার রাতভর জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার গ্রেফতার করা হয় এই তৃণমূল বিধায়ককে।