Tet Scam: আমরণ অনশন থেকে চাকরি প্রার্থীদের চিৎকার খেলা হবে…খেলা হবে

‘খেলা হবে, খেলা হবে’ বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই রাজনৈতিক কটাক্ষ রাজপথে আমরণ অনশনরত (Hunger Strike) টেট চাকরি প্রার্থীদের। হাজার হাজার বিক্ষোভকারী চিৎকার ‘খেলা হবে, খেলা…

‘খেলা হবে, খেলা হবে’ বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই রাজনৈতিক কটাক্ষ রাজপথে আমরণ অনশনরত (Hunger Strike) টেট চাকরি প্রার্থীদের। হাজার হাজার বিক্ষোভকারী চিৎকার ‘খেলা হবে, খেলা হবে’। সেই সঙ্গে হুঁশিয়ারি ‘হয় চাকরি নয় মৃত্যু’। প্রাথমিক শিক্ষক নিয়োগের বিপুল দুর্নীতির (Tet Scam) তদম্তে সুপ্রিম কোর্ট যেভাবে প্রাক্তন পর্ষদ সভাপতি তথা তৃ়ণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যের রক্ষাকবচ দিয়েছে তারই তীব্র কটাক্ষ করছেন চাকরি প্রার্থীরা।

নিয়োগ দুর্নীতির দায়ে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

নতুন পর্ষদ সচিবের যুক্তি মতো ফের চাকরির জন্য ইন্টারভিউ দিতে নারাজ অবস্থানকারী চাকরি প্রার্থীরা। তাঁরা বলছেন- ২০১৪ সালের প্রাইমারি টেট পাশ করার পর দুবার ইন্টারভিউ হয়েছে। ফের কেন ইন্টারভিউ? আমরা স্বচ্ছ নিয়োগ চাই। আমরণ অবস্থানরত চাকরি প্রার্থীদের প্রশ্ন-

  • তৃণমূল কংগ্রেস সরকার হাজারবার প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছে।
  • মুখ্যমন্ত্রী আর কত মিথ্যা প্রতিশ্রুতি দেবেন?
  • আমাদের সঙ্গে প্রতারণা কেন?
  • আমাদের অপরাধ কি টাকা ঘুষ দিতে পারেনি ?
  • সাদা খাতা জমা দিয়ে চাকরি চাইনি?
  • লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে শিক্ষকতার চাকরি চাইনি?

তুমুল বিক্ষোভে কলকাতা অশান্ত। চাকরির দাবিতে এমন আমরণ গণ অনশনের ছবি আগের বামফ্রন্ট সরকারের আমলে দেখা যায়নি। রাজনৈতিক মহলে এই বিষয় নিয়ে আলোচনা তীব্র। ততই অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস সরকার।