BJP: ‘ বেআইনি নির্মাণই কলকাতার শিল্প’, বিস্ফোরক তৃণমূলত্যাগী তাপস রায়

‘বহুতল বিপর্যয়ের তিন দিন পার, গার্ডেনরিচকাণ্ডে নিয়ে মুখ খুললেন সদ্য তৃণমূলত্যাগী তাপস রায়। বরানগরের প্রাক্তন বিধায়ক বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ” বেআইনি নির্মাণ কলকাতার…

Tapas Roy Contemplated to Contest on BJP Ticket in Kolkata North

‘বহুতল বিপর্যয়ের তিন দিন পার, গার্ডেনরিচকাণ্ডে নিয়ে মুখ খুললেন সদ্য তৃণমূলত্যাগী তাপস রায়। বরানগরের প্রাক্তন বিধায়ক বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ” বেআইনি নির্মাণ কলকাতার একমাত্র শিল্প।” এখানেই শেষ নয়, তিনি সারাসরি মেয়র এবং কাউন্সিলরকে এই ঘটনার জন্য দায়ী করেছেন।

বৃহস্পতিবার পর্যন্ত এই ঘটনায় ১০জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এখনও ধ্বংসস্তূপের নীচে একজনের আটকে থাকার খবর পাওয়া গেছে। ইতিমধ্যেই বৃহস্পতিবার সকালে মেয়র ফিরহাদ হাকিম আবার ঘটনাস্থলে গিয়ে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেন। এইদিনই বিজেপি এই ঘটনার প্রতিবাদে মিছিল করে। তারা মেয়দের পদত্যাগ দাবি করে এবং সেই সঙ্গে সিবিআই তদন্তের কথা বলে।

এই বিষয়ে সদ্য বিজেপিতে আসা তাপস রায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে। তিনি চাঁছাছোলা ভাষায় বলেন, ” এটা সবচেয়ে বড় দুর্নীতি। কলকাতার শান্তিপ্রিয় মানুষ এটা দেখে হাসছে।”

বেশকিছুদিন ধরেই তাপস রায়ের সঙ্গে দূরত্ব বেড়েছিল ঘাসফুলের। তারপর বিধায়ক এবং ঘাসফুলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে তিনি গেরুয়া শিবিরে গিয়ে উঠেছেন। তিনি নাকি উত্তর কলকাতার বিজেপির প্রার্থী হবেন, এমনও খবর হাওয়ায় ভাসছে। তবে এই বিষয়ে এখনও বিজেপির তরফে অফিশিয়ালি কিছু জানা যায়নি।