TET SCAM:খাবার জল ফেলে, আমরণ অনশনের ডাক হবু শিক্ষকদের

প্রায় ২৪ ঘন্টা পার, সল্টলেকের করুণাময়ীতে আন্দোলন কর্মসূচি জারি রেখেছেন চাকরি প্রার্থীরা। তবুও পর্ষদের তরফে ২০১৪ সালে টেট পাশ (TET SCAM)  চাকরি প্রার্থীদেররা এখনও “নন…

TET SCAM:খাবার জল ফেলে, আমরণ অনশনের ডাক হবু শিক্ষকদের

প্রায় ২৪ ঘন্টা পার, সল্টলেকের করুণাময়ীতে আন্দোলন কর্মসূচি জারি রেখেছেন চাকরি প্রার্থীরা। তবুও পর্ষদের তরফে ২০১৪ সালে টেট পাশ (TET SCAM)  চাকরি প্রার্থীদেররা এখনও “নন ইনক্লুডেড”। মঙ্গলবার ২৪ ঘন্টা পার হলেও তাঁদের দাবি মেনে নিচ্ছে না পর্ষদ। তাই আমরণ অনশনের ডাক দিল চাকরি প্রার্থীরা। নিজেদের কাছে থাকা খাবার ও জল ফেলে দিয়ে স্লোগান দিতে শুরু করেন আন্দোলনকারীরা।

গতকাল অর্থাৎ সোমবার বেলা ১২ টায় করুণাময়ীতে এপিসি ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল চাকরি প্রার্থীরা। তাঁদের বক্তব্য ছিল, দীর্ঘ আট বছরের মধ্যে একাধিকবার তাঁরা ইন্টারভিউ ও পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সরকারের দুর্নীতির কারণে তাঁদের বঞ্চিত হয়েছেন। মুখ্যমন্ত্রীর তরফে একাধিক আশ্বাস দেওয়ার পরেও মেলেনি নিয়োগ। তাই বিরাট আন্দোলনের ডাক চাকরি প্রার্থীদের।

গতকাল পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, নতুন করে তাঁদের ইন্টারভিউ হবে। কিন্তু চাকরি প্রার্থীদের বক্তব্য, আবার তাঁরা ইন্টারভিউতে বসবেন না। ২০১৭ সালের চাকরি প্রার্থীদের সঙ্গে ইন্টারভিউ দিতে নারাজ ২০১৪ এর প্রার্থীরা। ইতিমধ্যেই দুই বার ইন্টারভিউ দিয়ে ফেলেছেন তাঁরা। ২০১৭ সালে সকলেই প্রশিক্ষণপ্রাপ্ত। একসঙ্গে ইন্টারভিউ হলে পিছিয়ে পড়ার আশঙ্কা তাঁদের। তাই ফের ইন্টারভিউতে বসতে নারাজ তাঁরা।

Advertisements

গত ২৪ ঘণ্টা ধরে দীর্ঘ আন্দোলনে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন চাকরি প্রার্থী। কেউ আবার শুয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন। হবু শিক্ষকদের কথায়,তারা মরে যাব, তবুও আর আন্দোলন ছাড়ব না। আন্দোলনকারীদের মধ্যে একজন প্রার্থী জানায়,”আমি ৮ বছর ধরে বেকার। আমার আর চাকরির বয়স নেই। আমি আর ইন্টারভিউ দিতে পারব না। আর কোনও পরীক্ষায় বসতে পারব না। আমার মেরিট লিস্টে নাম ছিল। আমরা নট ইনক্লুডেড।”

আন্দোলনরত চাকুরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন,”প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু দিদি আজও আমাদের চাকরি দেননি। আমাদের প্রত্যেকের চাকরি চাই। চাকরি না পেলে আমরা আমৃত্যু অনশন করব।”