Kedarnath: হেলিকপ্টার ভেঙে ভয়ঙ্কর ঘটনা কেদারনাথে

উত্তরাখণ্ডে (Uttarakhand) বড় বিপর্যয়। দুই পাইলট সহ যাত্রী নিয়ে ভেঙে পড়ল কপ্টার। ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের ফাটা থেকে কেদারনাথের (Kedarnath) উদ্দেশ্যে…

উত্তরাখণ্ডে (Uttarakhand) বড় বিপর্যয়। দুই পাইলট সহ যাত্রী নিয়ে ভেঙে পড়ল কপ্টার। ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের ফাটা থেকে কেদারনাথের (Kedarnath) উদ্দেশ্যে পুন্যার্থীদের নিয়ে উড়েছিল হেলিকপ্টারটি।

  • কেদারনাথে দুর্ঘটনা।
  • গুপ্তকাশী পার হওয়ার পর ভাঙল কপ্টার।
  • খাদের ধারে পড়ে আছে পাইলট ও যাত্রীদের দেহ।

বিস্তারিত সংবাদ পড়ুন

তুষারতীর্থ কেদারনাথ দর্শনে গিয়ে মৃত্যু হলো যাত্রীদের। হিমালয়ে বড়সড় দুর্ঘটনা। নির্দিষ্ট সময়ে যাত্রী সহ কপ্টার উড়েছিল। কেদারনাথে পৌঁছনোর আগেই সেটি দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে উদ্ধারকারী দল। দুই পাইলট সহ যাত্রী নিয়ে ভেঙে পড়ল কপ্টার। কেদারনাথে ৬ জনের মৃত্যু হয়েছে।

এএনআই সূত্রে খবর, ছয় জনের দেহ উদ্ধার করা গেছে। উদ্ধার কাজ চলছে। খাদের ধারে পড়েছে হেলিকপ্টারটি। সেখান থেকে আগুন বের হতে দেখা যাচ্ছে।

সূত্রের খবর, ২ জন পাইলট সহ কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিল হেলকপ্টারটি। গুপ্তকাশী পার হওয়ার পর ঘটে দুর্ঘটনা। গারু ছাত্তির কাছে ভেঙে পড়ে কপ্টার। সূত্রের খবর, আবহাওয়া খারাপের কারণেই কপ্টার দুর্ঘটনা।

দুর্ঘটনার পর দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উত্তরাখণ্ড রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে দ্রুত সমস্ত রকম পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।