TET SCAM: ‘ভগবান থেকে শয়তান হয়ে গেছি’, বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

সোমবার প্রাথমিকে নিয়োগ(TET SCAM) নিয়ে শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তখনই উপস্থিত হন এক মহিলা। বিচারের আশায় বিচারপতির দিকে এগিয়ে আসতে দেখা যায় ঐ…

সোমবার প্রাথমিকে নিয়োগ(TET SCAM) নিয়ে শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তখনই উপস্থিত হন এক মহিলা। বিচারের আশায় বিচারপতির দিকে এগিয়ে আসতে দেখা যায় ঐ মহিলাকে।ঐ মুহুর্তে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে শোনা যায় বিস্ফোরক মন্তব্য।

এদিন শুনানি চলাকালীন বিচারপতির সামনে কাতর স্বরে বলেন,’ বঞ্চিত হয়ে অনেক বছর ধরে ঘুরছি’। বিচারপতির উদ্দেশ্য ওই মহিলা বলেন, তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন কিন্তু বাচ্ছার মুখের দিকে তাকিয়ে করতে পারেননি। ওই মহিলা বিচারপতিকে আরো বলেন,’ সাহায্য করুন। আপনাকে ভগবানের মতো দেখি’। মহিলার এই কথার পরিপ্রেক্ষিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলে বসেন,’আমি আর আগের মতো নেই। আমি ভগবান নই। আমি শয়তান হয়ে গেছি। ভগবান থেকে শয়তান হয়ে গেছি’। যদিও এরপরেই ওই মহিলার মামলা শোনার কথাও জানান তিনি।  

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনের পর এজলাস ছাড়ার সময় মাথা ঘুরে পড়ে যান মহিলা। এরপর ধীরে ধীরে এজলাসের বাইরে চলে যান। এই ঘটনা চক্ষু এড়িয়ে যায়নি বিচারপতির। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসুস্থ ওই মহিলার উদ্দেশ্যে বলেন,’সাবধানে যান। মামলা হবে চিন্তা করবেন না’। এতকিছু ঠিক থাকলেও হঠাৎ বিচারপতি নিজেকে কেন শয়তানের সঙ্গে তুলনা করলেন? হঠাৎ তিনি পাল্টেই বা গিয়েছেন কেন? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ওয়াকিবহাল মহলে। তবে কী এই কথার মধ্য দিয়ে শাসক দলকেই বার্তা দিয়ে কিছু ইঙ্গিত করলেন বিচারপতি? 

 নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক যুগান্তকারী রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশের পরেই প্রাক্তন শিক্ষামন্ত্রী ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি জেলবন্দী রয়েছেন। সিবিআই তদন্ত করলে আগামী দিনে আরও বড় ধেড়ে ইঁদুর বের হবে বলেও দাবি করছেন বিচারপতি। যা নিয়ে কটাক্ষ করতে পিছপা হননি শাসক দলের নেতারাই। 

এখন তাঁর মুখে শয়তানের বাণী শুনে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে বিচারপতি এরূপ মন্তব্য যা রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিতে পারে এই প্রথমবার নয়। তবে এই বারে তিনি যেভাবে মন্তব্য করেছেন,তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং ভবিষ্যতে এর গুরুত্ব অনেকটা, এমনটাই মনে করছেন বিশিষ্টজনেরা।