TET Scam: মানিকের কোটি কোটি কালো টাকা, ইডি কষছে অঙ্ক

টেট নিয়োগ দুর্নীতি মামলায় (Tet Scam) প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) গ্রেফতার করেছে (ED) ইডি। ব্যাংকশাল আদালতে…

টেট নিয়োগ দুর্নীতি মামলায় (Tet Scam) প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) গ্রেফতার করেছে (ED) ইডি। ব্যাংকশাল আদালতে ইডির আইনজীবী বলেন, মানিক ভট্টাচার্যের ছেলের নামে একটি কোম্পানির হদিশ মিলেছে। সেই কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকার (Black Money) হদিশ মিলেছে।

  • মানিক ভাট্টাচার্যের বিপুল কালো টাকার লেনদেন।
  • রাজারহাটে অফিস নিয়ে রহস্য।
  • হেভিওয়েট মন্ত্রীদের সঙ্গে কথাবার্তার ফোন রেকর্ড খতিয়ে দেখছেন ইডি। 

বিস্তারিত সংবাদ পড়ুন:

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ইডির আইনজীবী এদিন জানান, পরিবারের সদস্যদের সঙ্গে পরিবারের বাইরের লোকজনদের জয়েন্ট অ্যাকাউন্টের হদিশ মিলেছে। কেন সেই অ্যাকাউন্ট? নিয়োগ দুর্নীতির টাকা কীভাবে লেনদেন হত? সবটা জানতে চেয়েছে ইডির আধিকারিকরা। সেই সমস্ত তথ্য ও প্রমাণ সামনে রেখেই মানিকের ১৪ দিনের হেফাজত চাইল ইডি।

একাধিক চিঠি ও কম্পিউটারের হার্ডডিস্কে চাকরি প্রার্থীদের নামের তালিকা ও তাঁদের কাছ থেকে টাকা নেওয়ার তথ্য মিলেছে। টেট তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইডির তরফে বলা হচ্ছে,
২০১৮ সালে বেঙ্গল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে চার বছরের জন্য চুক্তি হয়েছিল। কিন্তু সুবিধে না পাইয়ে দেওয়ার পরেই টাকা চলে যায় মানিক ভট্টাচার্যের ছেলের অ্যাকাউন্টে।

এদিকে বিধায়ক মানিক ভট্টাচার্য জেরায় কী বলতে চলেছেন তা নিয়ে তৃণমূল কংগ্রেস অভ্যন্তরে আলোড়ন চলছে বলেই জানা যাচ্ছে। প্রবল বিড়ম্বনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টেট চাকরি প্রার্থীরা বলছেন,মানিক ভট্টাচার্য বলেছিলেন, দুর্নীতি প্রমাণ হলে সকলকে ডেকে চাকরি দেবেন। আদালতের কাছে সবটা প্রমাণ হয়ে গেছে। কোথাও নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে। আবার কোথাও সাদা খাতার বিনিময়ে চাকরি হয়েছে। মোটা টাকার বিনিময়ে চাকরি বিক্রি হওয়ায় বঞ্চিত হয়েছেন যোগ্য চাকরি প্রার্থীরা।

তাঁদের বক্তব্য, মানিক ভট্টাচার্য গ্রেফতার হলেও আমরা যেখানে ছিলাম সেখানেই রয়েছি। এখন দ্রুত নিয়োগ চাই। নিয়োগ না হওয়া অবধি বিরাট আন্দোলনের হুঁশিয়ারি চাকরি প্রার্থীদের। এর জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, মানিকবাবুই তো এতদিন বলে আসছিলেন যোগ্যতা, মেধার ভিত্তিতে চাকরি হয়েছে। আজকে উনিও ওনার যথাযত যোগ্যতা ও মেধার ভিত্তিতে গ্রেফতার হয়েছেন।