Tet Scam: চাকরি প্রার্থীদের ধরপাকড়ের জেরে বাম সমর্থক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত করুণাময়ী

করুণাময়ীতে CPIM সমর্থক ও পুলিশের সংঘর্ষ। উত্তপ্ত পরিস্থিতি। মধ্যরাতে টেট চাকরি প্রার্থীদের জবরদস্তি সরানোর প্রতিবাদে সকাল থেকে রাজ্য সরগরম। তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সল্টলেক করুণাময়ীতে…

short-samachar

করুণাময়ীতে CPIM সমর্থক ও পুলিশের সংঘর্ষ। উত্তপ্ত পরিস্থিতি। মধ্যরাতে টেট চাকরি প্রার্থীদের জবরদস্তি সরানোর প্রতিবাদে সকাল থেকে রাজ্য সরগরম। তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সল্টলেক করুণাময়ীতে বাম সমর্থকদের উগ্র রূপ দেখা গেল। টেট দুর্নীতির (Tet Scam) জেরে রাজনৈতিক মহল সরগরম।

   

মধ্যরাতে পুলিশি তৎপরতা শুরু হতেই করণাময়ীতে উপস্থিত হয়েছিলেন সিপিআইএম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি সহ বাম ছাত্র যুব নেতৃত্ব।চাকরি প্রার্থীদের পাশে থাকার আশ্বাস জানিয়েছিলেন মীনাক্ষী, ময়ূখরা। তবে পুলিশের ধরপাকড়ের সময় তাঁদের দেখা যায়নি বলে কটাক্ষ শুরু হয়।

শুক্রবার বেলা গড়াতে ফের ধুন্ধুমার পরিস্থিতি গোটা করুণাময়ী এলাকায়। করুণাময়ীতে পুলিশের সঙ্গে বাম কর্মীদের খণ্ডযুদ্ধে গ্রেফতার ছয়।

প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিযানের ডাক দিয়েছিল সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই ও যুব সংগঠন ডিওয়াইএফআই। ধুন্ধুমার পরিস্থিতি দেখা যায়। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের পুত্র সপ্তর্ষী দেবকে আটক করে পুলিশ। আটক করা হয় বাম ছাত্র যুবর কয়েকজন নেতাদের।

কলকাতা হাইকোর্টের নির্দেশে করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদ দফতর এপিসি ভবনের সামনে ১৪৪ ধারা লাগু করা হয়েছে। গতকাল সন্ধ্যে থেকেই শুরু হয় পুলিশের তৎপরতা। মধ্যরাতে অনশন আন্দোলনকারী চাকরি প্রার্থীদের সরে যাওয়ার জন্য দুই মিনিটের সময় দেয় পুলিশ। কিন্তু চাকরি প্রার্থীরা উঠে যেতে রাজি না হলে টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। অসুস্থ কয়েক জন চাকরি প্রার্থীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার সকালে বিরাট কর্মসূচি নেয় বাম ছাত্র যুব নেতৃত্ব।পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ শুরু হয়।

বাম নেত্রী মীনাক্ষীর বক্তব্য, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে শিমুল মণ্ডল নামে এক পুলিশকর্মী গায়ে হাত দিয়েছে। টেনে হিঁচড়ে জামা খুলে নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। যদিও এই আন্দোলন শুধুমাত্র করুণাময়ী নয়, জেলায় জেলায় চলছে এই কর্মসূচি পালন করছেন বাম ছাত্র যুবরা।