Bangladesh: বাংলাদেশ সেনার অভিযানে নিশ্চিহ্ন ‘পাহাড়ি ভাই’ জঙ্গি ঘাঁটি

ভারত ও মায়ানমারের আন্তর্জাতিক সীমান্ত এলাকা পার্বত্য চট্টগ্রামে (Chittagong Hill Tract) টানা সেনা অভিযানে নিশ্চিহ্ন করা হয়েছে বাংলাদেশের (Bangladesh) নতুন তৈরি হওয়া জঙ্গি সংগঠন (Militant)…

ভারত ও মায়ানমারের আন্তর্জাতিক সীমান্ত এলাকা পার্বত্য চট্টগ্রামে (Chittagong Hill Tract) টানা সেনা অভিযানে নিশ্চিহ্ন করা হয়েছে বাংলাদেশের (Bangladesh) নতুন তৈরি হওয়া জঙ্গি সংগঠন (Militant) জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া গোষ্ঠির ঘাঁটি। এই সংগঠনটি (Pahari Bhai) ‘পাহাড়ি ভাই’ নামে বেশি পরিচিত।

  • ভারত সীমান্ত পেরিয়ে জঙ্গিদের চলে যাওয়ার সম্ভাবনা
  • কুকি চিন বিচ্ছিন্নতাবাদীরা খ্রিষ্ট ধর্মাবলম্বী। আর পাহাড়ি ভাই উগ্র ইসলামি জঙ্গি সংগঠন।
  • দুটি সংগঠন পরস্পর হাত মিলিয়ে গেরিলা প্রশিক্ষণ শিবির চালাচ্ছিল 
  • বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সমূলে নিকেশ করার নির্দেশ দেন

বিস্তারিত পড়ুন: 

আপাতত শান্ত তবে থমথমে পার্বত্য চট্টগ্রামের নয়নাভিরাম এলাকা বান্দারবান, রাঙ্গামাটি।  প্রকৃতির সৌন্দর্য ও দুর্গম এলাকার টানে পর্যটকরা আসেন এখানে। গত কয়েকদিন ধরে পর্যটক শূন্য করে জঙ্গি দমন অভিযান চলেছে।

শুক্রবার পার্বত্য চট্টগ্রামের বান্দারবানে ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (RAB) গণমাধ্যম বিভাগ সাংবাদিক সম্মেলনে সেনা ও ব়্যাব আর পুলিশের যৌথ অভিযানের বিষয়ে তথ্য প্রকাশ করে।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন অঞ্চল হতে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ৭ জন এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (KNF) এর ৩জন সহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়। এই অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

ঢাকার সংবাদমাধ্যমের খবর, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভিতর সর্বাধিক বড়সড় জঙ্গি দমন অভিযান সংঘটিত হয়েছে পার্বত্য চট্টগ্রামে।

বিবিসি জানাচ্ছে বাংলাদেশ, ভারত ও মায়ানমারে লাগোয়া ত্রিদেশীয় আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকা হলো চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম। সেখানে স্বশাসিত এলাকার দাবিতে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট তাদের শিবির তৈরি করেছিল। এই শিবিরে আগ্মেয়াস্ত্র শিক্ষা ও গেরিলা যুদ্ধের প্রশিক্ষণে অংশ নেয় নতুন গজিয়ে ওঠা জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া সদস্যরা।

সোশ্যাল মিডিয়া মারফত বারবার বাংলাদেশের মানচিত্র থেকে পার্বত্য চট্টগ্রামের অংশ কেটে স্বশাসিত এলাকা গঠনের ডাক দিয়ে সরকারকে চ্যালেঞ্জ করতে থাকে কুকি চিন বিচ্ছিন্নতাবাদীরা। মূলত খ্রিষ্টান ধর্মাবলম্বী এই উপজাতি গোষ্ঠি।

এদিকে দুর্গাপূজার আগে বিভিন্ন জেলা থেকে নিখোঁজ যুবকদের বিষয়ে খোঁজে নেমে বাংলাদেশ পুলিশ পায় চাঞ্চল্যকর তথ্য। সূত্র মারফত উঠে আসে নিখোঁজরা উগ্র ইসলামি জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া সংগঠনে যুক্ত হয়েছে। দুর্গাপূজায় হামলার পরিকল্পনা রয়েছে বলে সতর্ক করেন ঢাকার পুলিশ কমিশনার মহম্মদ শফিকুল ইসলাম।

জঙ্গি দমন শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও পুলিশের অভিযানে ধৃতরা পরে স্বীকার করে জঙ্গি যোগের কথা। তারা সবাই পাহাড়ি ভাই। সেই সূত্র ধরে উঠে আসে পার্বত্যাঞ্চলের কুকি চিন বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটিতে চলছে প্রশিক্ষণ।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী দমনে অভিযানের বার্তা দেন। এর পর শনিবার পার্বত্য চট্টগ্রাম থেকে পর্যটকশূন্য করে টানা অভিযানে শেষে বিপুল গোলাবারুদ সহ জঙ্গি ঘাঁটি ধংস হয়েছে বলে জানানো হয়।