TET Exam: টেট পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, পর্ষদ বলছে ‘জানি না’

টেট পরীক্ষা চলাকালীন ফের প্রশ্ন ফাঁসের অভিযোগ। যদিও পর্ষদ সভাপতি দাবি করেছেন, এমন কোনও অভিযোগ পাইনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি প্রশ্নপত্র। অভিযোগ, ভাইরাল হওয়া প্রশ্নের…

টেট পরীক্ষা চলাকালীন ফের প্রশ্ন ফাঁসের অভিযোগ। যদিও পর্ষদ সভাপতি দাবি করেছেন, এমন কোনও অভিযোগ পাইনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি প্রশ্নপত্র। অভিযোগ, ভাইরাল হওয়া প্রশ্নের সঙ্গে মিল রয়েছে মূল প্রশ্নপত্রের। তীব্র শোরগোল শুরু।

দীর্ঘদিন ধরে বন্ধ ছিল টেট পরীক্ষা ৷গত বছরের পর এবার টেট পরীক্ষা হচ্ছে রবিবার। টেট পরীক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, প্রশ্ন ফাঁসের বিষয়ে পর্ষদ নীরব কেন? পর্ষদ সভাপতি দাবি করেছেন কোনও অভিযোগ পাইনি। এলে খতিয়ে দেখা হবে।

প্রাথমিক টেট পরাক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ৯ হাজার ৫৪। রাজ্যের মোট ৭৭৩টি কেন্দ্রে হবে টেট পরীক্ষা। এর মধ্যে পাঁচটি কেন্দ্র কলকাতায়। এই নিয়ে পরপর দু’বছর টেট পরীক্ষা হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রাথমিকের মোট ১১,৭৬৫ টি আসন খালি রয়েছে। সেই আসনগুলিতে নিয়োগ হবে।

২০২২ সালের ডিসেম্বর মাসেও টেট হয়েছিল। সেই পরীক্ষায় প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হলেও আইনি জটে নিয়োগ হয়নি। রাজ্যে তৃণমূল জমানায় শিক্ষা দফতরে নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে। জেলে গেছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি ছিলেন শিক্ষামন্ত্রী। নিয়োগ দুর্নীতিতে শিক্ষা দফতরের শীর্ষ আমলা ও একাধিক তৃ়নমূল বিধায়ক জেলে। এই বিতর্কের মাঝে টেট পরীক্ষায় প্রশ্ন ফাঁস অভিযোগ উঠল।

Alleged leaked TET paper

Kolkata 24×7 did not verify the authenticity of the alleged leaked TET question paper

এদিকে ফেসবুকে ছড়িয়েছে হুবহু টেট পরীক্ষার আদলে প্রশ্নপত্রের ছবি। পোস্টদাতারা ‘প্রশ্ন ফাঁস’ বলে দাবি তুলেছেন, যে ছবি দেখা যাচ্ছে সেটি আসল নাকি ভুয়ো। একেবারে ঝড়ের গতিতে ছড়াচ্ছে সেই পোস্ট। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি kolkata 24×7

২০২২ সালে টেটের প্রশ্ন ফাঁস অভিযোগ উঠেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যে। তিনি চুঁচুড়ার এক সভায় বলেছিলেন, ১০ লাখ টাকা দিলে প্রশ্ন বলে দেওয়া হচ্ছে। এর জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। অভিযোগ উডিয়ে ব্রাত্য বসু বলেছিলে এই পরীক্ষাকে বানচাল করার একটা চেষ্টা হচ্ছিল।একটি জাল প্রশ্নপত্র ছড়িয়েছিল। মূল প্রশ্নের সঙ্গে এই প্রশ্নে কোনও যোগাযোগ নেই।