TET EXAM: তৃণমূর সরকারকে নিজেদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ২০১৪ টেট পাশদের

দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষা শেষ। রবিবার গোটা রাজ্যজুড়ে পরিচালিত হল টেট পরীক্ষা(TET EXAM)। প্রাথমিক স্তরে শিক্ষকের চাকরির স্বপ্ন নিয়ে পরীক্ষায় বসে কয়েক লাখ পরীক্ষার। অন্যদিকে,…

TET EXAM: তৃণমূর সরকারকে নিজেদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ২০১৪ টেট পাশদের

দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষা শেষ। রবিবার গোটা রাজ্যজুড়ে পরিচালিত হল টেট পরীক্ষা(TET EXAM)। প্রাথমিক স্তরে শিক্ষকের চাকরির স্বপ্ন নিয়ে পরীক্ষায় বসে কয়েক লাখ পরীক্ষার। অন্যদিকে, এখনও অবধি স্বচ্ছ নিয়োগের দাবিতে রাস্তায় আন্দোলনরত ২০১৪ সালের টেট পাশ চাকরি প্রার্থীরা। তাদের কথায়, এটা প্রহসন মাত্র। আজ যারা পরীক্ষা দিলেন তাদের আমাদের পাশে এসে বসতে হবে না তো? তাদের নিয়োগ নিয়ে কী ভাবছে রাজ্য সরকার? সরাসরি রাজ্য সরকারের দিকে প্রশ্ন তুলছেন আন্দোলনরত চাকরি প্রার্থীরা। 

২০১৪ টেট পাশ চাকরি প্রার্থীদের অভিযোগ,তারা ৮ বছর ধরে টেট পাশ করার পর এখনও নিয়োগ পায়নি। আজ রাজ্য জুড়ে যে টেট পরীক্ষা হল এই প্রসঙ্গে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের বক্তব্য,’আবার একটি পরীক্ষা হচ্ছে। এটা প্রহসন মাত্র। কিছুদিন বাদে ওরা আমাদের পাশে এসে বসে আন্দোলন করছে, এমনটাও দেখা যেতে পারে’। পর্ষদের উচিত ছিল না অস্বচ্ছতা দূর করে তারপর নতুন করে নিয়োগ করা, এই বলেও অভিযোগ তুলেছেন তারা। আদৌ কী ২০১৪ টেট পাশদের জন্য কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে? প্রশ্ন চাকরি প্রার্থীদের। 

২০১৪ সালে টেট পাশ করেও বঞ্চিত হয়েছেন তারা। বছরের পর বছর পার হয়ে গেলেও চাকরি না মেলায় শেষ পর্যন্ত রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা। এই চাকরি প্রার্থীরা কলকাতার রাজপথে একটানা ধর্না চালিয়ে যাচ্ছেন। রবিবার তাঁদের আন্দোলন ১১৬ দিনে পা দিয়েছে। দীর্ঘ বঞ্চনার পর এখন স্বচ্ছ চাকরির দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীরা। এখনও অবধি তাঁদের গলায় হতাশার সুর। 

Advertisements

এর আগে টেট পাশ নট ইনক্লুডেডদের বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, আন্দোলন করলেই তো চাকরি পাওয়া যাবে না, চাকরি তো হবে স্বচ্ছতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে। আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আজ আমাদের টেট পরীক্ষা প্রি-কোয়ার্টার ফাইনাল হচ্ছে। তারপর কোয়ার্টার ফাইনাল হবে কাউন্সেলিং। তারপর নিয়োগপত্র হবে। এরপর ফাইনাল হবে যেদিন ছেলে-মেয়েরা ওই নিয়োগপত্র হাতে নিয়ে চাকরিতে ঢুকবেন।