রাজ্যপালের (CV Anand Bose) হাতে খড়ি অনুষ্ঠানকে তীব্র কটাক্ষ করলেন সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক (Md Salim) মহম্মদ সেলিম। তিনি বলেন, এ ধরণের লোক দেখানো অনুষ্ঠান। এ পরম্পরা বিরোধী। যদি কেউ এক ভাষায় শিক্ষিত হন তাহলে যে কোনও আরও একটি ভাষা শিখতে পারেন। এর জন্য আলাদা করে হাতে খড়ি করতে হয় না।
রাজ্যপাল আনন্দ বোস বাংলা শেখার জন্য ব্যাকুল বলে জানা গেছে। এদিন সরস্বতী পুজো উপলক্ষে রাজভবনে তিনি বাংলা শিখতে আনুষ্ঠানিক হাতে খড়ি নেন। যদিও অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ ধর্মীয় রীতির বাইরে একটি প্রতীকী। তবে এই অনুষ্ঠান ঘিরে বিতর্ক চলছেই।
সিপিআইএম রাজ্য সম্পাদক সেলিম বলেন, হাতে খড়ি হয় কোনও শিশুর। যে প্রথম লেখা শেখে। রাজ্যপাল মহা শিক্ষিত মানুষ। তিনি যে কোনও ভাষা শিখতে পারেন তার জন্য হাতে খড়ি অনুষ্ঠানের কোনও দরকার নেই। কেউ যদি নতুন ভাষা শেখে তাহলে কি তার হাতে খড়ি হয়? প্রশ্ন তুলেছেন সেলিম।
রাজ্যে শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতি নিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদকের কটাক্ষ,রাজ্যের শিক্ষায় গলায় দড়ি হচ্ছে। তিনি বলেন,যা হচ্ছে, সেটা আড়ম্বর ছাড়া আর কিছুই নয়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলেই লোক দেখানো আড়ম্বর করছেন। কটাক্ষ করে সেলিম বলেন, রাজ্যপাল তো জেলে গিয়েই পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে হাতে খড়ি নিতে পারতেন।