পার্থ-অর্পিতার কালো টাকার পরিমাণ ১০৩ কোটি: ED

একশো কোটির বেশি উদ্ধার হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বান্ধবী অর্পিতার (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে। তদন্ত শুরুর ৫৮…

partha arpita

একশো কোটির বেশি উদ্ধার হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বান্ধবী অর্পিতার (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে। তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় চার্জশিটে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থার (ED) দাবি এমনই।

ইডি সূত্রে খবর, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখ্যোপাধ্যায় সহ একাধিক জড়িত। পার্থ ও অর্পিতা সহ কাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে ইডি তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

গত ২২ জুলাই থেকে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে নগদ ৫০ কোটি টাকা, সোনার গয়না, বিদেশি মূদ্রা সহ একাধিক তথ্য খুঁজে পায় ইডি। দুজনকেই গ্রেফতার করা হয় । তাদের জেরা করে তথ্য নিয়ে নিয়োগ দুর্নীতির সঙ্গে অভিযুক্ত একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। দুজনের সব সম্পত্তির পরিমাণ ১০৩ কোটি।

Advertisements

তদন্তে উঠে এসেছে, বেআইনি লেনদেনের টাকায় একাধিক ভুয়ো কোম্পানি খুলে কালো টাকাকে সাদা করা হত। সেই সমস্ত কোম্পানির অস্তিত্ব ছিল শুধুমাত্র কাগজে।

এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়েছে সিবিআই। একটানা নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জানিয়েছেন আধিকারিকদের দেওয়া তালিকায় শুধুমাত্র সই করতেন তিনি। বরং আধিকারিকদের ওপরেই দায় ঠেলে দিয়েছেন পার্থ। যা নিয়ে তোলপাড় রাজ্য। পার্থর পিছনে কে উঠছে প্রশ্ন।