একটা ধন্যবাদ জানায়নি মোদীর সরকার, বিস্ফোরক দুর্গাপূজার UNESCO স্বীকৃতি গবেষক তপতী

পশ্চিমবঙ্গের দুর্গাপূজা (Durga Puja) ইউনেস্কো (UNESCO) হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। এই অসামান্য স্বীকৃতির পরে যাঁর নেতৃত্বে গবেষণাটি হয়েছিল সেই তপতী গুহঠাকুরতার (Tapati Guha Thakurta )বিস্ফোরক দাবি,…

Tapati Guha Thakurta

পশ্চিমবঙ্গের দুর্গাপূজা (Durga Puja) ইউনেস্কো (UNESCO) হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। এই অসামান্য স্বীকৃতির পরে যাঁর নেতৃত্বে গবেষণাটি হয়েছিল সেই তপতী গুহঠাকুরতার (Tapati Guha Thakurta )বিস্ফোরক দাবি, এত বড় স্বীকৃতির পর একটা ধন্যবাদ জানানোর দরকার মনে করেনি কেন্দ্র সরকার ও প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। তাঁর সাক্ষাতকার প্রকাশ করেছে বহুল প্রচলিত ‘The Wire’ ওয়েব সংবাদমাধ্যম। সেই সাক্ষাতকারে তপতীর ক্ষোভ ঝরে পড়েছে।

দুর্গাপূজার ইউনেস্কো স্বীকৃতি নিয়ে The Wire তপতী গুহঠাকুরতার দীর্ঘ সাক্ষাতকার প্রকাশ করেছে ঠিক উৎসবের মাঝে। সাক্ষাতকারে তপতী জানান, একটি লিখিত ধন্যবাদসূচক বার্তা আসেনি তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের তরফে। তবে ওই মন্ত্রকের এক আমলা নিরুপমা কোতরু আমাকে হোয়াটসঅ্যাপে একটি ধন্যবাদসূচক বার্তা পাঠিয়ে়ছিলেন। এটুকু়ই। আমরা একসময় সংস্কৃতি মন্ত্রকে ছিলাম। এছাড়া আর কেই একটি সৌজন্যমূলক বার্তা দেওয়ারও দরকার মনে করেনি।

The Wire কে তপতী গুহঠাকুরতা জানান, আমার সহকর্মীরা টানা সাত মাস ধরে দুর্গাপূজার ঐতিহ্য নিয়ে গবেষণা করেছে। ২০১৯ সালে পঁচিশ পাতার এই গবেষণাপত্র, দশটি ছবি ও দশ মিনিটের একটি তথ্যচিত্র পাঠানো হয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকে। তপতী গুহঠাকুরতা জানান, ২০২১ সালের ১৫ ডিসেম্বর ইউনেস্কো স্বীকৃতি দান করে। তাদের সংবাদ বিজ্ঞপ্তির শিরোনাম ছিল  ‘Durga Puja inscribed on the UNESCO Representative List of the Intangible Cultural Heritage of Humanity’ 

এই স্বীকৃতির কথা তথ্য ও সম্প্রচার মন্ত্রক প্রচার করে। এর পর পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যবাসীকে দুর্গাপূজাকে ইউনেস্কো স্বীকৃতিদানের বিষয়টি জানান মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিতর্ক এখানেও। তপতী গুহঠাকুরতা পুরো গবেষণার নেতৃত্বে ছিলেন সেটি চেপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এমন অভিযোগ উঠতে শুরু করে। প্রবল বিড়ম্বিত হয় রাজ্য সরকার। পরে দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধনের মঞ্চে তপতী গুহঠাকুরতাকে সম্মান জানান মুখ্যমন্ত্রী।

তপতীদেবী সংবাদমাধ্যমকে বলেন, আমার স্বীকৃতি অন্য কেউ বা মুখ্যমন্ত্রী কেড়ে নিয়েছেন এটা ঠিক নয়। ব্যক্তিগত কৃতিত্বের কোনও ভূমিকা নেই। এই সম্মান পাওয়ার নেপথ্যে থিম মেকার, পুজো উদ্যোক্তা, প্যান্ডেল শিল্পী, প্রতিমা শিল্পী সকলেই জড়িত। সরকারেরও ভূমিকা আছে।