Loksabha Vote 2024: ‘রঙের রাজনীতি চলুক, রংবাজি না করেই ‘,সুদীপকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাপস রায়

গতকাল বিজেপির প্রার্থীতালিকা ঘোষণার পরেই দোলের দিন সকাল থেকে প্রচারের ময়দানে নেমে পড়েছেন তাপস রায়।প্রচারের প্রথম দিনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন…

Tapas Roy Contemplated to Contest on BJP Ticket in Kolkata North

গতকাল বিজেপির প্রার্থীতালিকা ঘোষণার পরেই দোলের দিন সকাল থেকে প্রচারের ময়দানে নেমে পড়েছেন তাপস রায়।প্রচারের প্রথম দিনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। দোলের উৎসবে সকাল থেকেই রাস্তা জুড়ে রঙের মেলা। সেই রঙের মেলায় মেতেছেন তিনি।তৃণমূল কংগ্রেসে থাকতেই সুদীপের সঙ্গে প্রবল বিরোধিতা ঘনিয়েছিল তাপস রায়ের। সুদীপের জন্যই কার্যত তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। সেই সুদীপের বিরুদ্ধেই তাঁকে টিকিট দিয়ে বিজেপি বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
এতোদিন বরানগর ছিল তাঁর বিধানসভা কেন্দ্র। সেখান থেকে হঠাৎ করে কলকাতা উত্তর কেন্দ্রে লড়াইয়ের ময়দানে বিজেপির হয়ে লড়ছেন তিনি।

নতুন কেন্দ্রে কোনও সমস্যায় পড়তে হবে কিনা প্রশ্ন করায় বিজেপি প্রার্থী বলেছেন, অসুবিধার কিছু নেই কারণ সর্বত্র বিজেপির একটাই মুখ নরেন্দ্র মোদী। বরানগরে তাঁকে প্রার্থী করা হলেও মুখ থাকতেন মোদী এখানেও তাই থাকবেন। তিনি বলেছেন রাজনীতিতে রংখেলা থাকুক। কিন্তু রংবাজি যেন না থাকে। সকালে এলাকায় প্রচারে বেরিয়ে বাসিন্দাদের সঙ্গে পরিচয় পর্ব সেরে নিচ্ছেন তিনি। সেই সঙ্গে দোলও খেলছেন তিনি।
এদিন তাপস রায় বলেছেন, যেকোনও রংই তাঁকে মাখাতে পারেন মানুষ। রং খেলায় রং নিয়ে কোনও বাছবিচার তিনি করেন না। কারণ তিনি জানেন যাঁরা তাঁকে রং দিতে আসছেন তাঁরা তাঁকে পছন্দ করছেন বলেই রং দিতে আসছেন। সেক্ষেত্রে জয় সেই গেরুয়া রঙেরই হবে। এতে তার ভরসা রয়েছে।