BJP:রাজু বিস্তাকে বিজেপি টিকিট দিতেই পাহাড় জুড়ে বিদ্রোহের দামামা

গতকাল থেকেই পাহাড়ে বিজেপি শিবিরে বিদ্রোহের দামামা।গতকাল বিজেপি লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তাতে দার্জিলিং কেন্দ্রের জন্য রাজু বিস্তাকেই টিকিট দিয়েছে বিজেপি। কিন্তু দলের…

bjp

গতকাল থেকেই পাহাড়ে বিজেপি শিবিরে বিদ্রোহের দামামা।গতকাল বিজেপি লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তাতে দার্জিলিং কেন্দ্রের জন্য রাজু বিস্তাকেই টিকিট দিয়েছে বিজেপি। কিন্তু দলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক।কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ জানিয়েছেন, পাহাড়ের মানুষের ভিন্ন রাজ্যের দাবি নিয়ে বিজেপির কাছে গিয়েছিলেন তাঁরা। সেকারণে পর পর তিনবার তাঁরা বাইরের প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়েছিলেন। কারণ বাইরের কেই প্রার্থী হলে তাঁদের সমস্যাটা বুঝতে পারছে না।সেকারণে বিষ্ণুপ্রসাদ শর্মা জানিয়েছেন তিনি নিজেই নির্দল প্রার্থী হয়ে রাজু বিস্তার বিরুদ্ধে লড়াই করবেন। কারণ পাহাড়ের মানুষের দাবি কেবল পাহাড়ের মানুষই বুঝতে পারেন। রাজুবিস্তা সেটা কোনও ভাবেই বুঝতে পারবেন না। তাঁরা পৃথক রাজ্য চান। কিন্তু বাইরের প্রার্থীরা সেটা বুঝতে পারছেন না বা বুঝতে চাইছেন না বলে অভিযোগ করেছেন বিষ্ণু প্রসাদ শর্মা।

সুরীন্দর সিং আলুওয়ালিয়া থেকে রাজু বিস্তা। গত কয়েকটি লোকসভা নির্বাচনে পাহাড়বাসী ভোট দিয়ে জিতিয়েছেন বাইরের প্রার্থীদেরই। কোনও ভাবেই পাহাড়ের কাউকে প্রার্থী করেনি বা টিকিট দেয়নি বিজেপি। প্রথম দফাতেই লোকসভা ভোট দার্জিলিংয়ে। আগামী ১৯ এপ্রিল ভোট গ্রহণ। কাজেই এখন থেকেই ভোটের তোরজোর শুরু হয়ে গিয়েছে। তবে অনেক দেরিতে দার্জিলিংয়ের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তারপরেই আবার প্রার্থীকে নিয়ে এই বিরোধ তৈরি হয়েছে। প্রথম থেকেই রাজু বিস্তাকে প্রার্থী করার জল্পনা শুরু হয়েছিল। সেই সঙ্গে তাঁর বিরোধিতাও শুরু হয়েছিল। শেষ পর্যন্ত যখন রাজু বিস্তাকেই টিকিট দিল বিজেপি তখন দলের ভিতরেই বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। অবশেষে গর্জে উঠলেন বিজেপি বিধায়ক নিজেই।