চোরেদের বাড়িতে তো ইডি যাবেই: শুভেন্দু

শুক্রবার সকাল থেকে মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস রায় এবং তৃণমূলের আরও এক নেতার বাড়িতে এক যোগে ইডি’র তল্লাশি অভিযান চলছে। মন্ত্রী-বিধায়কের বাড়িতে ইডির অভিযান…

শুক্রবার সকাল থেকে মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস রায় এবং তৃণমূলের আরও এক নেতার বাড়িতে এক যোগে ইডি’র তল্লাশি অভিযান চলছে। মন্ত্রী-বিধায়কের বাড়িতে ইডির অভিযান নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “চোরেদের বাড়িতে তো ইডি যাবেই। দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত সুজিত বসু। অয়ন শীলের কাছ থেকে যে হার্ডডিক্স এবং তালিকা পাওয়া গিয়েছিল, তার থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পরেই ইডি শাসক দলের নেতা মন্ত্রীদের বাড়িতে অভিযানে গেছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় বরাহনগর পুরসভার চেয়ারপার্সন, মন্ত্রী সুজিত বসুর পিএ সহ বিভিন্ন মানুষজনকে জিজ্ঞাসাবাদে পরিপ্রেক্ষিতেই এই অভিযান।“

কটাক্ষ করে শুভেন্দু বলেন, “ব্যাগ গোছানো শুরু করুন। সঙ্গে শীতের জিনিসও নেবেন।” অপর দিকে, ইডি হানা নিয়ে তৃণমূলের পক্ষে দলের মুখপাত্র শশী পাঁজা বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা।‘ ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন বর্তমান দমকলমন্ত্রী সুজিত বসু।

শুক্রবার ভোরে পুর-নিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন সকাল ৭ টা নাগাদমন্ত্রী সুজিত বসুর লেকটাউনের দু’টি বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। মন্ত্রীর বাড়ি বাইরে থেকে ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। অপর দিকে, তৃণমূল বিধায়ক তাপস রায় ও উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দেয় ইডি। তাপস রায়ের 105, বিবি গাঙ্গুলী স্ট্রিটের বাড়িতে হানা দিয়েছে ইডি। তাপস রায়ের বাড়ির অফিসের সামনে নিরাপত্তা বাড়ানো হয়। তাঁর অফিসেও তল্লাশি চালাচ্ছে ইডি।