নিশীথ প্রামাণিকের সমর্থনে বক্তব্য রাখেলন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী। কোচবিহারের নাটাগুড়িতে তিনি এইদিন জনসভা করলেন। তিনি এইদিন সভার শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে কটাক্ষ করে বললেন, ”এক ঝুড়ি লোক হয়েছে” এখনানেই শেষ নয়,।মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, ” উনি তো আমার কাছে হেরেছেন। আমার কাছে ১৯৫৬ ভোটে হারা। আপনি কার কথা গ্রহণ করবেন ? আমার নাকি ওনার?” তিনি আবার সভা শুরুতেই বলেন, ” আপনরা কি চান দেশটা ইউক্রেন হয়ে যাক ?” তাহলে মোদীকে ভোট দিন।
তিনি মুখ্যমন্ত্রীকে ‘ চোর’ মুখ্যমন্ত্রী বলে আক্রমণ করেন। তিনি বলেন, ” আমি বিধানসভায় গেলে উনি বিধানসভায় যেতে ভয় পায়। শুধু তাই নয় তিনি হুঁশিয়ারি দেন, ” উদয়ন গুহ একজন গুন্ডা। মানুষ যেন ভোটের দিন এই গুণ্ডাকে রাস্তায় না দেখতে পান।” তাঁর মুখে এইদিনও সন্দেশখালি প্রসঙ্গ উঠে আসে। মা- বোনেদের কোন চিহ্নে ভোট দিতে হবে তিনি মনে করিয়ে দিলেন। দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বিজেপি ভোট দেওয়ার কথা বলেন শুভেন্দু অধিকারী।
তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, ” এই রাজ্য সরকার আপনাদের চাকরি চুরি করেছেন। বদলা হবে না?” তিনি বলেন, ” আপনাদের এই চোরেদের হারাতে হবে।” এইসিন সভাশেষে সন্দেশখালির মহিলাদের সভায় ডেকে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, ” আমরা রাজ্যে ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার দেব। মাসে তিনহাজার করে দেব। আর যারা জেল খেটেছেন তাঁদের সংগ্রামী ভাতা দেব। মাসে পাঁচ হাজার টাকা দেব।”