Jagdeep Dhankhar : রাজ্যপালের ‘অসৌজন্যমূলক’ বক্তব্যকে পূর্ণ সমর্থন শুভেন্দুর

জাতীয় ভোটার দিবসে বাবাসাহেব আম্বেদকরের মূর্তি মাল্যদান করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankhar)। সেই সঙ্গে করেছেন কিছু মন্তব্য। যার ফের নতুন করে উস্কে দিয়েছে রাজ্য…

Jagdeep Dhankhar

জাতীয় ভোটার দিবসে বাবাসাহেব আম্বেদকরের মূর্তি মাল্যদান করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankhar)। সেই সঙ্গে করেছেন কিছু মন্তব্য। যার ফের নতুন করে উস্কে দিয়েছে রাজ্য এবং রাজ্যপালের সংঘাত। জগদীপ ধরকরের পাশে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

“পশ্চিমবঙ্গে প্রকৃত ভোটারদের স্বার্থ সুরক্ষিত হয়নি। রাজ্যের ত্রিস্তরবিশিষ্ট গণতন্ত্র ব্যবস্থায় যারা শাসক দলের বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাদের বেশির ভাগ হিন্দু ও দলিত সম্প্রদায়ের মানুষ রাজ্য ছাড়া। আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী বিভিন্ন জেলায়।” রাজ্যপাল এদিন ফের বলেছেন, “পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। শাসকের আইন চলছে।”

রাজ্যপালের এহেন বক্তব্য পুরোপুরি ‘সমর্থন যোগ্য’। মনে করছেন শুভেন্দু অধিকারী। “যেভাবে রাজ্যের আমলারা রাজ্যপালের এক্তিয়ার ভুক্ত প্রশ্ন কে এড়িয়ে যান, তাতে রাজ্যপালের উক্তি একদম যথোপযুক্ত।”

রাজ্যপালের বক্তব্যকে অবশ্য ভালোভাবে নিচ্ছেন না বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, “রাজ্যপাল বি আর আম্বেদকরের স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপনের পর বিধানসভা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে সমালোচনা করলেন। এটা অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ বলেই মনে করছি।”

রাজ্যপাল জানিয়েছেন, “রাজভবনে কোনও ফাইল আটকে নেই।” যদিও বিমান বললেন অন্য কথা, “হাওড়া কর্পোরেশন বিল এখনও পাশ করা হয়নি। আমাদের কাছে এ ব্যাপারে কোনো তথ্য আসেনি। রাজ্যপাল একথা কীভাবে বললেন তা জানা নেই।”