প্রজাতন্ত্র দিবসের আগে আল-কায়দা জঙ্গিদের খোঁজে পুলিশ

রাত পোহালেই প্রজাতন্ত্র দিবসের (Republic day 2022) আনন্দে মেতে উঠবে গোটা দেশ। বিভিন্ন অনুষ্ঠানের সাক্ষী থাকবে রাজধানীর মাটি। তবে এই বিশেষ দিনটিকে ঘিরে রয়েছে আশঙ্কার…

রাত পোহালেই প্রজাতন্ত্র দিবসের (Republic day 2022) আনন্দে মেতে উঠবে গোটা দেশ। বিভিন্ন অনুষ্ঠানের সাক্ষী থাকবে রাজধানীর মাটি। তবে এই বিশেষ দিনটিকে ঘিরে রয়েছে আশঙ্কার কালো মেঘ। গোয়েন্দারা বিভিন্ন গোপন সূত্র মারফত জানতে পেরেছে, প্রজাতন্ত্র দিবসে দেশের বিভিন্ন জায়গায় হামলার ছক কষছে জঙ্গিরা।

বড়রকম কোনও দুর্ঘটনা এড়াতে দেশের একাধিক জায়গায় নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। মোতায়েন রয়েছেন পুলিশ কর্মীরা। এদিকে প্রজাতন্ত্র দিবসের আগে, দিল্লি পুলিশ (Delhi police) কনট প্লেসের হনুমান মন্দিরের কাছে সন্দেহভাজন জঙ্গিদের পোস্টার লাগাল। এদের বেশ কয়েকদিন ধরেই খুঁজছে পুলিশ। এরা সকলে আল-কায়দা (Al-queda) জঙ্গি বলে খবর। মোট ৬ জনকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ বলে জানা গিয়েছে। পুলিশ পোস্টারে এও লিখেছে, যারা এই জঙ্গিদের খোঁজ দিতে পারবে তাদের পুরষ্কার দেওয়া হবে, সেইসঙ্গে তাঁদের নাম গোপন রাখা হবে।

   

এদিকে সীমান্ত রক্ষী বাহিনীর আইজি ডি কে বোরা বলেন, ‘বাহিনী কিছু ইনপুট পেয়েছে এবং সতর্ক রয়েছে। হামলা চালাতে পারে উচ্চ সতর্কতায় রয়েছে এবং জনগণকে আরও আশ্বস্ত করেছে যে তাদের ভয় পাওয়ার কিছু নেই। এই সময়ের মধ্যে প্রায় প্রতিবারই সীমান্তে নিরাপত্তা পরিস্থিতির উপর জোর দেওয়া হয়। কিন্তু আমরা এখানে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে এসেছি এবং জঙ্গিদের দেশবিরোধী ঘৃণ্য পরিকল্পনাকে বিফল করতে আমরা সদা প্রস্তুত। গোয়েন্দা বিভাগ থেকে আমরা কিছু ইনপুট পেয়েছি। তবে আমরা সীমান্তে খুব সতর্ক। আমরা সীমান্তে আমাদের নজরদারি আরও বাড়িয়েছি। সীমান্তে সর্বোচ্চ সংখ্যক সেনা ও কর্মকর্তা উপস্থিত আছেন।’