ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি

ডিএ (DA) মামলার শুনানি আবারও পিছল। শুক্রবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল। মামলা স্থগিত হয়ে যায়। পরবর্তী শুনানি কবে, তা স্থির হয়নি। আইনজীবী অভিষেক…

Supreme Court

ডিএ (DA) মামলার শুনানি আবারও পিছল। শুক্রবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল। মামলা স্থগিত হয়ে যায়। পরবর্তী শুনানি কবে, তা স্থির হয়নি। আইনজীবী অভিষেক মনুসিংভি বলেন, এর আগের শুনানিতে জানানো হয়েছিল, এবার চূড়ান্ত শুনানি হবে। তা সত্ত্বেও মামলা ‘মিসলেনিয়াস ডে’-তে তালিকাভুক্ত হয়েছে।

রাজ্য সরকারি কর্মচারীদের দাবি অনুযায়ী, ৩ লক্ষের বেশি কর্মচারীকে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হলে ৪১ হাজার কোটি টাকার প্রভাব কোষাগারের উপর পড়বে।

কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতার (DA) দাবিতে রাজ্য সরকারি কর্মচারিরা দিনের পর দিন ধরে আন্দোলন চালাচ্ছেন। এ নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারি সংগঠন একটি পিটিশন দায়ের করে সুপ্রিম কোর্টে। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সীমাবদ্ধতার মধ্যে যতটা দেওয়ার তা দেবে। কেন্দ্রের হারে কোনওভাবেই রাজ্যের পক্ষে ডিএ দেওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, এই মামলার রায়ের ক্ষেত্রে সবদিক বিবেচনার বিষয়ও আছে। দেশের সমস্ত রাজ্যে কেন্দ্রের হারে ডিএ দেওয়া হয়, এমন নয়। সুপ্রিম-রায়ের সমতা যাতে সব রাজ্যের ক্ষেত্রেই মান্যতা পায়, তা দেখতে হবে।