ssc scam:চাকরি হারানোদের পাশে থাকবে বিজেপি, কথা দিলেন সুকান্ত

কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছে প্রায় ২৬ হাজার চাকরি প্রার্থী। শুধু তাই নয় কোর্ট নির্দেশ দিয়েছে পাঁচ হাজার চাকরি প্রার্থী যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে তাদেরকে…

Bengal BJP chief Sukanta Majumder

কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছে প্রায় ২৬ হাজার চাকরি প্রার্থী। শুধু তাই নয় কোর্ট নির্দেশ দিয়েছে পাঁচ হাজার চাকরি প্রার্থী যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে তাদেরকে চার সপ্তাহের মধ্যে তাদেরকে বেতন ফেরত দিতে বলা হয়েছে। ১২ শতাংশ সুদ সমেত তাদেরকে টাকা ফেরাতে বলা হয়েছে। এই আবহে যে সমস্ত যোগ্য প্রার্থীরা চাকরি হারিয়েছে তাদের পাশে থাকবে বিজেপি। এই দাবি তুললেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

বিজেপির বার্তা , আটা আর ভুষি আলাদা করতে হবে। যাঁরা অযোগ্য তাঁদের বাদ দিয়ে, যোগ্যদের পাশে থাকবে বিজেপি। চাকরিহারা যোগ্যদের আইনি সহায়তা দেবে বিজেপি, কথা দিয়েছেন সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, যোগ্য চাকরিহাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও সরকারকেই দায়ী করলেন বিজেপি রাজ্য সভাপতি। এখানেই শেষ নয়, অযোগ্যদের ঢাল হয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্য়োপাধ্যায় বলেও তিনি অভিযোগ করেন।

Advertisements

যদিও বিজেপি দল থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। বিজেপির রাজ্য সভাপতির এই দাবি কতটা কার্যকর হয় তা সময়ই বলবে। প্রসঙ্গত বুধবার এই মমালার স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। অনেদের দাবি যোগ্য প্রার্থীদের এইভাবে চাকরি যাওয়া অনুচিত। বেআইনিদের চিহ্নিত করে তাদেরকেই বরখাস্ত করা হোক।