TMC: মৃত স্বপ্নদীপের বাড়িতে যাবেন শিক্ষামন্ত্রী ও তৃণমূল প্রতিনিধি দল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপের রহস্যজনক মৃত্যুর ঘটনায় রাজ্য সরগরম। মৃত পড়ুয়ার নদীয়ার বাড়িতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতিনিধি দল। পাঁচ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন ৩…

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপের রহস্যজনক মৃত্যুর ঘটনায় রাজ্য সরগরম। মৃত পড়ুয়ার নদীয়ার বাড়িতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতিনিধি দল। পাঁচ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন ৩ মন্ত্রী ও ১ সাংসদ। এদিকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই মৃত্যুর তদন্ত চলছে। কলকাতা পুলিশের তদন্তে স্পষ্ট নির্মম ব়্যাগিং করা হয়েছিল স্বপ্নদীপকে।

তৃ়নমূল সূত্রে খবর মৃত স্বপ্নদীপের বাড়িতে যে প্রতিনিধি দল যাবে সেই দলে থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিল্প মন্ত্রী শশী পাঁজা, এবং সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এর সঙ্গে দলে থাকবেন তৃণমূল যুব কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ। মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার বার্তা দেবে তৃণমূলের প্রতিনিধি দল।

   

তারা বুধবার স্বপ্নদ্বীপের নদীয়ার বাড়িতে যাবেন এবং তার বাবা মাকে আশ্বাস দেবেন পাশে থাকার। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে রয়েছেন সব রকমের সহযোগিতা তারা করবেন। পাশাপাশি ব়্যাগিং কাণ্ডে তাদের সুবিচার দেওয়া হবে। এবং আগামী দিনে যেন ব়্যাগিং সম্পূর্ণভাবে বন্ধ হয় তৃণমূল তার জন্য সব রকম ব্যবস্থা নেবেন।

“যাদবপুরের এই উজ্জ্বল ছাত্রের এই অকাল মৃত্যুতে আমরা শুধু আতঙ্কিত নই, ক্ষুব্ধও” সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত পড়ুয়ার বাবার সঙ্গে কথা বলেছিলেন। তাদের যাবতীয় সহযোগিতার পাশাপাশি যাবতীয় আশ্বাস দিয়েছিলেন রাজ্য সরকারের তরফ থেকে।