Ram Mandir: রাম মন্দির উদ্বোধনের দিন ছুটি দিক রাজ্য, মমতাকে চিঠি সুকান্তর

আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব। অযোধ্যায় এখন সাজোসাজো রব, প্রস্তুতি চলছে পুরোদমে। প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা দেশ রামভক্তদের মধ্যে…

mamata_sukanta_ram_mandir

আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব। অযোধ্যায় এখন সাজোসাজো রব, প্রস্তুতি চলছে পুরোদমে। প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা দেশ রামভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ছে। এই বিশেষ উৎসব সমারোহ উপলক্ষ্যে ২২ জানুয়ারি একাধিক বিজেপি শাসিত রাজ্যে রাজ্যে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকবে পঠন পাঠন। গতকাল দেশে হাফ ডে ছুটিও ঘোষণা করেছে কেন্দ্র সরকার। আগামী ২২ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিসে অর্ধদিবস ছুটি থাকবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

এর মধ্যেই ২২ জানুয়ারি, পশ্চিমবঙ্গে সরকারি ছুটি ঘোষণার দাবি করেছে বিজেপি। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই চিঠির ছবিও শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি লিখিত অনুরোধ করেছি যেন উনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে আগামী ২২ জানুয়ারি ২০২৪-এর পবিত্র দিনে সরকারিভাবে ছুটি ঘোষণা করেন। এর ফলে বাংলার নতুন প্রজন্ম ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারবে এবং তাদের মন ভারতীয় গরিমায় প্লাবিত হবে যখন তারা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী হয়ে থাকবে।’

উল্লেখ্য, যখন একদিকে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপি শিবিরে যখন উৎসবের প্রস্তুতি, তখন তৃণমূলের তরফে একই দিনে ‘সংহতি যাত্রার’ ঘোষণা করা হয়েছে। মিছিলে থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যেয়। হাজরা থেকে পার্ক সার্কাস এই সংহতি যাত্রা হবে। তৃণমূল সূত্রে খবর, যাত্রার ফাঁকেই তিনি মন্দির, মসজিদ, গির্জা ও গুরুদ্বারে যাবেন। যাত্রার শেষ পার্ক সার্কাসে একটি সভা করবেন তৃণমূলনেত্রী। এই মঞ্চে থাকবেন বিভিন্ন ধর্মের গুরুরা।

ইতিমধ্যেই এই সংহতি যাত্রার বিরোধীতা করে হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে প্রধান বিচারপতির বেঞ্চ শর্তসাপেক্ষে সংহতি যাত্রার অনুমোতি দিয়েছে গতকাল।