Sandeshkhali: ‘কিছু একটা লুকোতে চাইছে তৃণমূল’, কিসের আশঙ্কা করছেন সুকান্ত?

সন্দেশখালি (Sandeshkhali) ইস্যুতে ফের একবার বোমা ফাটালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সাম্প্রতিক সময়ে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনার এই…

সন্দেশখালি (Sandeshkhali) ইস্যুতে ফের একবার বোমা ফাটালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সাম্প্রতিক সময়ে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনার এই ছোট্ট সন্দেশখালি গ্রামটি নিয়ম বর্তমানে এখন এই গ্রামটি সকলের আলোচনার বিষয় হয়ে উঠেছে।

বিজেপি থেকে শুরু করে তৃণমূল, সিপিএমের প্রতিনিধি দল দফায় দফায় সেখানে যাচ্ছে। কিন্তু অশান্তি যেন কিছুতেই থামতে চাইছে নাম এদিকে জায়গায় জায়গায় ১৪৪ ধারা জারি করা হকয়ে রয়েছে। ফলে আজ কলকাতায় সন্দেশখালি প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “এটা স্পষ্ট যে তৃণমূল (TMC) কিছু লুকাতে চাইছে। তারা এমন কিছু লুকানোর চেষ্টা করছে যা প্রকাশ্যে এলে তাদের সমস্যায় ফেলবে। তাই সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, শুধু তৃণমূল ও পুলিশ সেখানে যেতে পারছে। পুলিশের উপস্থিতিতে নৃশংসতার ঘটনা ঘটেছে বলে পুলিশ দেখে জনতা উত্তেজিত হয়ে উঠছে।”

উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবন বদ্বীপের সন্দেশখালি সেই জায়গা যেখানে এ বছরের গোড়ায় ইডি অফিসারদের উপর হামলা হয়েছিল। সেই সময় গণবণ্টন ব্যবস্থায় গোলমালের তদন্তে তল্লাশি চালাতে স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান শেখের (Shahjahan Sheikh) বাড়িতে পৌঁছেছিল ইডির দল। এই ঘটনার পর থেকেই বিগত ৫৫ দিনে ধরে পলাতক। তাঁর খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে ইডি।