ঘরেই সিবিআই জেরা চলছে, কালীঘাটের কাকুকে নিয়ে তৃণমূলে প্রবল উদ্বেগ

কী বলছে কালীঘাটের কাকু? তৃ়ণমূল মহলে চাপা উদ্বেগ। কারণ, তার ঘর ঘিরে নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। আর ঘরের মধ্যে আছে (CBI) সিবিআই। একইসাথে নিয়োগ দুর্নীতির তদন্তে…

কী বলছে কালীঘাটের কাকু? তৃ়ণমূল মহলে চাপা উদ্বেগ। কারণ, তার ঘর ঘিরে নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। আর ঘরের মধ্যে আছে (CBI) সিবিআই। একইসাথে নিয়োগ দুর্নীতির তদন্তে জেলে থাকা প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত সহায়কের বাড়িতেও ঢুকেছে সিবিআই।

একদিকে বেহালা অন্যদিকে নিউ ব্যারাকপুর। দুটি জায়গায় চলছে সিবিআই অভিযান। নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডল বর্ণিত কালীঘাটের কাকু সুজয় ভদ্রর বাড়িতে সিবিআই। সুজয় ভদ্রের একাধিক ঠিকানায় চলছে তল্লাশি অভিযান।

আর পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত সহায়ক সুকান্ত আচার্যের বাড়িতেও সিবিআই ঢুকেছে। বৃহস্পতিবার সকালে নিউ ব্যারাকপুরের জগদীশচন্দ্র রোডে সুকান্তর ঘকে হানা দিয়েছে সিবিআই। এর আগে সুকান্তর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। তারপরেই গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এছাড়াও পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ আরও দুই ব্যক্তির বাড়িতে বৃহস্পতিবার একযোগে সিবিআই হানা দিয়েছে। তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কালীঘাটের কাকুও জেরার মুখে। তিনি কী বলছেন? এই প্রশ্নে রাজ্য আলোড়িত। বিরোধীদের কটাক্ষ, কান টানলেই মাথা আসবে।

সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করে ইডি। সেখানে ছিল ডব্লিউবিসিএস অফিসার সুকান্ত ও শিক্ষাসচিব, আইএএস মণীশ জৈনের। অভিযোগ, টাকার বিনিময়ে অযোগ্যদের আলাদা করে ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দিতেন পার্থ। অভিযোগ, মূলত পার্থের নির্দেশেই সেই ইন্টারভিউয়ের আয়োজন করতেন মণীশ, সুকান্তর মতো আধিকারিকরা।