চাকরি ও লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ৷ অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের (Kolkata Police) স্পেশাল ব্রাঞ্চের অফিসার উত্তম সামন্তের বিরুদ্ধে৷ সাংসদ নুসরত জাহানের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে।
পুলিশ সূত্রে খবর, এই মুহুর্তে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল পদে রয়েছেন উত্তম সামন্ত। ধৃত ব্যক্তি কখনও সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে, আবার কখনও লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে একাধিক জনের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছে। সেই টাকার অঙ্ক প্রায় ৪০ লক্ষ টাকা। তাঁর বিরুদ্ধে খড়দহ থানা এবং কলকাতা পুলিশের কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা পড়ে। জানা গেছে, ওই ব্যক্তি আগে তৃণমূল সাংসদ নুসরত জাহানের নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করতেন। এখন স্পেশাল ব্রাঞ্চে রয়েছেন তিনি।
সূত্রের খবর, কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে৷ আগামী ২২ তারিখ অবধি তাঁকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত৷