আগে থেকেই ঠিক ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) চক্ষু দান করা হবে। সেই মতো পাম অ্যাভেনিউয়ের বাড়িতে বেলা সাড়ে ১২টা নাগাদ চিকিৎসকেরা এসে সেই কর্নিয়া সংগ্রহ করেন। আরআইও (রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি)-তে দুপুর আড়াইটে নাগাদ সেই চোখে প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু হয়।
আরআইও-র ডিরেক্টর অসীমকুমার ঘোষ জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কর্নিয়া দু’জনের চোখে প্রতিস্থাপন করা হয়েছে। ওনারা কর্নিয়াজনিত অন্ধত্বে ভুগছিলেন। কর্নিয়া দুটির মান অত্যন্ত ভালো। প্রতিস্থাপন করতে কোনও সমস্যা হয়নি। কর্নিয়া প্রতিস্থাপনের পর দু’জনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।
কে বা কারা পেতে চলেছেন প্রয়াত মুখ্যমন্ত্রীর দান করা দুটি কর্নিয়া, তা উৎসাহের অন্ত ছিল না। তবে সরকারি নিয়ম মেনে দুই গ্রহীতার পরিচয় নিয়ে গোপনীয়তা বজায় রাখা হয়েছে। দাতা এবং গ্রহীতার মধ্যে কিছু মিল দেখার পরই কর্নিয়া প্রতিস্থাপন করা হয়। এক্ষেত্রেও সেই নিয়ম মেনেই কর্নিয়া প্রতিস্থাপিত করা হয়েছে।
আজন্ম ‘বামপন্থী’ বুদ্ধদেবের মুখে গায়ত্রী মন্ত্র? অজানা কাহিনী শুনলে চমকে যাবেন!
বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার সকালে অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব। সকালে উঠে টিফিন খাওয়ার পর চা-ও খেয়েছিলেন। তার পরে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে নেবুলাইজার দেওয়ার চেষ্টা হয়। সূত্রের খবর, সেই সময়েই তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। চিকিৎসকরা এসে বুদ্ধদেবকে প্রয়াত বলে ঘোষণা করেন।
বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর শায়িত রয়েছে পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সেখান থেকে দেহ বার করা হবে। তার পরে শেষযাত্রা শুরু হবে রাজ্য বিধানসভার উদ্দেশ্যে। সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিধানসভায় মরদেহ থাকবে। সেখান থেকে বেলা ১২টা নাগাদ দেহ নিয়ে যাওয়া হবে সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানেই মরদেহ শায়িত থাকবে বিকাল ৩টে পর্যন্ত।
ড. ইউনূসের শপথে নেই ভারত! বাংলাদেশ অন্তর্বর্তী সরকার থেকে দূরত্ব?
এরপর দেহ নিয়ে যাওয়া হবে সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে। পৌনে ৪টে পর্যন্ত বুদ্ধদেবের দেহ শায়িত থাকবে সেখানে। সেখান থেকে শ্রদ্ধাজ্ঞাপনের পরে মিছিল করে দেহ নিয়ে যাওয়া হবে শিয়ালদহের এনআরএস হাসপাতালে। সেখানেই তাঁর দেহ দান করা হবে, যা ভবিষ্যতে গবেষণার কাজে ব্যবহৃত হবে।