Election Commission: কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম শরণে রাজ্য ও কমিশন

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কেন্দ্রীয় বাহিনী (Central Forces) নিয়ে নির্দেশকে চ্যালেঞ্জ করে শনিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দারস্থ হল রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন…

Supreme Court

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কেন্দ্রীয় বাহিনী (Central Forces) নিয়ে নির্দেশকে চ্যালেঞ্জ করে শনিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দারস্থ হল রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ৪৮ ঘণ্টা শেষ হওয়ার আগেই সর্বোচ্চ আদালতের দারস্থ হল রাজ্য এবং কমিশন।

গতকাল শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনীকে দিয়েই হবে। এছাড়াও ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়। নির্দেশিকায় বলা হয় যে ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এবার হাইকোর্টের এই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের শরণে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন।

   

উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশের পরই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা প্রতিক্রিয়ায় জানান যে কমিশন মহামান্য আদালতের রায়ের সঙ্গে ‘কমপ্লাই’ করবে। তবে এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ কমিশন ও রাজ্যের।

শুক্রবার, কাকদ্বীপের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করেন। তিনি বলেন, ‘কোচবিহারের শীতলকুচিতে চার জনকে গুলি করে মেরেছিল কেন্দ্রীয় বাহিনী, একজন রাজবংশী ছিল। গতকালও বিএসএফ তৃণমূলের একজন রাজবংশীকে গুলি করে মেরেছে, কী করেছে কেন্দ্র ?’