বাম-বিজেপির যোগাযোগের মাধ্যম কি নওশাদ, বিতর্ক ছড়ালেন কুণাল ঘোষ

পঞ্চায়েত ভোটের (panchayat election) মনোনয়ন জমা ঘিরে ভাঙড়ের সংঘর্ষের পর থেকে শাসক দলের অভিযোগ, বিজেপির উস্কানিতে আইএসএফ হামলা করেছে। রাজ্যপালের ভাঙড় সফর নিয়ে তীব্র কটাক্ষ…

পঞ্চায়েত ভোটের (panchayat election) মনোনয়ন জমা ঘিরে ভাঙড়ের সংঘর্ষের পর থেকে শাসক দলের অভিযোগ, বিজেপির উস্কানিতে আইএসএফ হামলা করেছে। রাজ্যপালের ভাঙড় সফর নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তৃ়ণমূল বিধায়ক মদন মিত্র। আর তৃণমূলের (tmc) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) প্রশ্ন তুলেছেন আইএসএফের মাধ্যমে কি বিজেপির সাথে যোগাযোগ রাখত সিপিআইএম?

কুণাল ঘোষ একটি হোয়াটসঅ্যাপ চ্যাট শেয়ার করেছেন। তাঁর দাবি, “2021 বিধানসভা ভোট, যখন বিজেপির বিরুদ্ধে মরণপণ লড়াই লড়ছে তৃণমূল, তখন বিজেপির কৈলাস বিজয়বর্গীয় ও মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের সঙ্গে হোয়াটঅ্যাপে শলাপরামর্শ নৌশাদ সিদ্দিকির। আজ চ্যাটের স্ক্রিনশট ফাঁস। তাহলে কি ভোট কাটার জন্য বিজেপির পুতুল হিসেবে আই এস এফের জন্ম? সিপিএমও এদের মাধ্যমেই যোগাযোগ রাখত বিজেপির সঙ্গে?”

   

কুণাল ঘোষের পোস্টে তীব্র সরগরম রাজনৈতিক মহল। তবে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী নীরব। সিপিআইএমের তরফেও প্রতিক্রিয়া আসেনি। ফলে বিতর্ক চড়ছে।