চাকরি চাইতে গিয়ে পুলিশের কামড়, অরুনিমাকে ক্ষতিপূরণের সুপারিশ

শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে একের পর এক আন্দোলন দেখেছে এই বাংলা। এমনই এক আন্দোলনে চাকরি চাইতে গিয়ে পুলিশের কামড় খেতে হয়েছিল। সেই অরুনিমা পালকে (Arunima…

শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে একের পর এক আন্দোলন দেখেছে এই বাংলা। এমনই এক আন্দোলনে চাকরি চাইতে গিয়ে পুলিশের কামড় খেতে হয়েছিল। সেই অরুনিমা পালকে (Arunima Pal) ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করল রাজ্য মানবাধিকার কমিশন (State Human Rights Commission)।

চাকরির দাবিতে বিক্ষোভ দেখানো অরুনিমা পালকে কামড়ে দিয়েছিলেন এক পুলিশকর্মী। এই ঘটনা ঘিরে বিস্তর তর্ক বিতর্ক চলেছিল। যে কিভাবে একজন পুলিশ কর্মী অন্য এক মহিলাকে কামড়ে দিতে পারে।

এই ঘটনা একদিকে যেমন পুলিশ তদন্ত করছিল। অন্যদিকে রাজ্য মানবাধিকার কমিশন পুলিশের কাছে চেয়ে পাঠায় রিপোর্ট। পুলিশের রিপোর্টে সন্তুষ্ট হয়নি রাজ্য মানবাধিকার কমিশন। তারা ফের আলাদা ভাবে তদন্ত শুরু করে। অরুনিমা পালকে ডেকে পাঠানো হয় এই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল ডাকা হয় তাদেরও।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য মানবাধিকার কমিশনের পক্ষ থেকে অরুনিমা পালকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ। অন্যদিকে সাব ডিভিশন পুলিশকে সতর্ক করা হয়েছে যে, তারা যেন সঠিক রিপোর্ট পাঠায়।

এর সঙ্গে আরো একটি বিষয় সুপারিশ করা হয়েছে মানবাধিকার কমিশনের তরফ থেকে। যে লালবাজারে যেহেতু একটি লকআপ রয়েছে সেখানে সংখ্যা বেশি হয়ে গেলে পুরুষ ও মহিলারাও থাকে। এবং সেদিনের ঘটনায় অনেককে অন্য থানায় পাঠানো হয়েছিল। তাই লালবাজারে যেন আরো লকআপ সংখ্যা বাড়ানো হয় তার নির্দেশ দেওয়া হয়েছে। এর সঙ্গে তিন সপ্তাহের মধ্যে মুখ্য সচিবের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে।