Bantala Leather Complex: ফের ভয়াবহ আগুন শহরতলিতে

দীপাবলি উৎসবের মাঝে সিত্রাং ঘূর্ণির জেরে দুর্যোগ মাথার উপর। এর মাঝে ভয়াবহ অগ্নিকাণ্ড বানতলা চর্মনগরীতে। (Bantala Leather Complex)     জানা যায় সোমবার দুপুর ২টো নাগাদ…

Bantala Leather Complex: ফের ভয়াবহ আগুন শহরতলিতে

দীপাবলি উৎসবের মাঝে সিত্রাং ঘূর্ণির জেরে দুর্যোগ মাথার উপর। এর মাঝে ভয়াবহ অগ্নিকাণ্ড বানতলা চর্মনগরীতে। (Bantala Leather Complex)

Bantala Leather Complex: ফের ভয়াবহ আগুন শহরতলিতে

   

জানা যায় সোমবার দুপুর ২টো নাগাদ বানতলা লেদার কমপ্লেক্সে আগুন লাগে। দমকল সূত্রে খবর, আগুন ধরেছে বানতলার আট নম্বর জোনের একটি কারখানায়।রাসায়নিক রাখা গো ডাউনে জ্বলছে আগুন। ক্রমে ছড়াচ্ছে।

Advertisements

ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। দমকলের প্রাথমিক অনুমান, শ্রমিকদের ফাটানো বাজি থেকেই কারখানার মধ্যে আগুন লেগেছে। শ্রমিকদের বের করে নিয়ে যাওয়া হয়।

Bantala Leather Complex: ফের ভয়াবহ আগুন শহরতলিতে

বানতলা চর্মনগরী খুবই দাহ্য বস্তুতে ভরা এলাকা। চর্ম শিল্পের জন্য ব্যবহার করা রাসায়নিক মজুত করা থাকে বিভিন্ন কারখানায়। সেখানে দীপাবলি উপলক্ষে আতসবাজি ফাটানোর পর আগুন ছড়ায়। একটি কারখানার পুরোটাই আগুন ছড়িয়ে পড়ে। সেখানে আটকে পড়েন বেশ কয়েকজন শ্রমিক। দমকল বাহিনী এসে কোনওরকমে শ্রমিকদের বের করে আনে।

Bantala Leather Complex: ফের ভয়াবহ আগুন শহরতলিতে

বানতলা চর্মনগরী থেকে গলগলিয়ে ধোঁয়ার সঙ্গে আগুনের শিখা দেখে অনেকেই আতঙ্কিত। দমকলের পাশাপাশি উদ্ধারকাজে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।