রামনবমী মামলায় NIA আইনকে চ্যালেঞ্জ মমতা সরকারের

রাজ্যের অধিকারে হস্তক্ষেপ আটকাতে NIA আইনকে চ্যালেঞ্জ রাজ্যের। রামনবমী মামলায় NIA আইনকে চ্যালেঞ্জ রাজ্যের তরফ থেকে। নথিবদ্ধ অপরাধের ক্ষেত্র ছাড়া কেন NIA, প্রশ্ন রাজ্যের। ইতিমধ্যেই…

Clashes During Howrah Ram Navami Celebrations - Kolkata24x7

রাজ্যের অধিকারে হস্তক্ষেপ আটকাতে NIA আইনকে চ্যালেঞ্জ রাজ্যের। রামনবমী মামলায় NIA আইনকে চ্যালেঞ্জ রাজ্যের তরফ থেকে। নথিবদ্ধ অপরাধের ক্ষেত্র ছাড়া কেন NIA, প্রশ্ন রাজ্যের। ইতিমধ্যেই প্রশ্ন তোলা হয়েছে। রামনবমী ঘটনায় নির্দেশের পর আবেদন রাজ্যের তরফ থেকে।, নথিবদ্ধ অপরাধের ক্ষেত্র ছাড়া কেন NIA, প্রশ্ন রাজ্যের। আদালতে তীব্র বিরোধিতা কেন্দ্রের। রামনবমী ঘটনায় নির্দেশের পর আবেদন রাজ্যের।

রামনবমীতে NIA তদন্তের নির্দেশ হয়েছে। যদিও এই তদন্ত এখনও পর্যন্ত আটকাতে পারেনি রাজ্য সরকার। তবে এবার ঘুরপথে তারা মামলা শুরু করল। NIA-র যে আইন, সেই আইন বাতিলের এক প্রকার দাবি তুলল রাজ্য সরকার। তাদের বক্তব্য রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ আটকাতেই তারা এই আইনটি চ্যালেঞ্জ করেছে। কারণ ক্ষেত্র বিশেষ বা Scheduled offence বা crime –এর ক্ষেত্রে যদি এনআইএ হতে পারে, সব ক্ষেত্রে এনআইএ হওয়া সম্ভব নয়, এতে রাজ্যের দায়িত্ব আছে, রাজ্যের Law and order আছে। সুতরাং তা সত্তেও এনআইএ কীভাবে তদন্ত করবে এই মর্মে কলকাতা হাই কোর্টে নতুন মামলা করল রাজ্য সরকার। যে মামলা নিয়ে আপত্তি তুলেছে কেন্দ্র সরকার। তাদের বক্তব্য যে এই আবেদন বা মামলা কোনওভাবে গ্রহণযোগ্য নয় এবং ডিভিশন বেঞ্চের নির্দেশের পরিপ্রেক্ষিতে রামনবমীতে তদন্ত করছে। রাজ্য বার বার হাইকোর্টকে ভুল পরিচালিত করার চেষ্টা করছে, সেই কারণে এই আবেদন।

অপর দিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মামলায় যুক্ত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছেন। আগামী ১৬ তারিখ মামলার পরবর্তী শুনানি এবং সেইদিন সবপক্ষ হলফনামা দেবে এবং তাদের অবস্থান স্পষ্ট করতে হবে।