Kolkata: কলকাতায় সাড়ে চার লক্ষ টাকায় কন্যা সন্তান বিক্রি করলেন মা

পুলিশের দাবী (Kolkata) শহর জুড়ে ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা IVF সেন্টারের আড়ালে শিশু বিক্রির কারবার। লালবাজারে পুলিশের কাছে বেশ কয়েকদিন ধরেই এই বিষয়ে খবর আসছিল।

বেশ কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে শিশু পাচার চক্রের হদিশ মিলছে। আজ কলকাতায় শিশু বিক্রি চক্রের হোদিশ। ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবী (Kolkata) শহর জুড়ে ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা IVF সেন্টারের আড়ালে শিশু বিক্রির কারবার। লালবাজারে পুলিশের কাছে বেশ কয়েকদিন ধরেই এই বিষয়ে খবর আসছিল।

জানা গিয়েছে, আনন্দপুরে এক অন্তঃসত্ত্বা মহিলা একটি ফ্ল্যাট ভাড়া নেয়। এরপরে কুড়ি দিন আগে ওই মহিলা একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তিনি ওই বাড়িতে একাই থাকতেন। গত তিন দিন আগে প্রতিবেশীদের নজরে আসে ওই মহিলা বাড়ি থেকে শিশু সন্তানকে নিয়ে বেরোলেন। কিন্তু আবার যখন বাড়ি ফেরেন তার কাছে কোনও শিশু সন্তান ছিল না।

এরপরেই সন্দেহ হয় প্রতিবেশীদের। তারা আনন্দপুর থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে ওই মহিলাকে টানা জিজ্ঞাসাবাদ করে। এরপরে মহিলা বলেন তিনি তার সন্তানকে এক পরিবারের সদস্যের বাড়িতে রেখে এসেছেন। পুলিশ পাল্টা দাবি করে সন্তানটিকে দেখার। টানা জেরার পর অবশেষে ওই মহিলার জানান তিনি সাড়ে চার লক্ষ টাকার বিনিময়ে তার কুড়ি দিনের কন্যা সন্তানকে বিক্রি করেছেন।

এই ঘটনার তদন্তে নেমে আনন্দপুর থানা ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে। গোটা ঘটনায় আইভিএফ সেন্টারের সঙ্গে শিশু পাচার চক্রের যোগ খুঁজে পেয়েছে পুলিশ। পুলিশের দাবি, এই আইভিএফ সেন্টার গুলোতে নিঃসন্তান দম্পতিরা যায় এবং সন্তান কিনে নেয়।