SSKM: এসএসকেএম অধিকর্তার বক্তব্যে বিতর্ক, তড়িঘড়ি বয়ান বদল হাসপাতালের

বৃহস্পতিবার রাতে বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সূত্র মারফৎ জানা গিয়েছিল তিনি বাড়িতে হাঁটার সময়…

SSKM

বৃহস্পতিবার রাতে বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সূত্র মারফৎ জানা গিয়েছিল তিনি বাড়িতে হাঁটার সময় মাথা ঘুরে পড়ে যান। তাঁর কপালে চারটে সেলাই পড়ে।

বৃহস্পতিবার এসএসকেএমের অধিকর্তা মেডিকেল বুলেটিনে বলেন, ” পিছন থেকে ধাক্কা মারার ফলে তিনি পড়ে যান।” উল্লেখ্য শুক্রবার সকালে তিনি এই প্রসঙ্গে বলেন, ” আমার বক্তব্যের ভুল বাখ্যা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে পিছন থেকে কেউ ধাক্কা মেরেছেন এটা বলতে চাইনি। তিনি যখন পড়ে গিয়েছেন তখন তাঁর মনে হয়েছে তিনি কোনও ধাক্কা দেওয়ার মতো অনুভূতি হয়েছে।” সবশেষে তিনি আরও যুক্ত করেন যে, ” আমাদের কাজ চিকিৎসা দেওয়া, তা আমরা দিচ্ছি। ”

ইতিমধ্য়েই তাঁর ইসিজি, সিটি স্ক্যান, ইকো হয়েছে। তাঁকে হাসপাতালেও থেকে যেতে বলেছিলেন চিকিৎসকেরা। কিন্তু, তিনি থাকতে চাননি বলে খবর।

এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে নিয়ে শোরগোল পড়ে যায়। অনেকেই ভাবতে শুরু করেন যে তাঁকে কেউ পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। তবে শারীরিক ভাবে অসুস্থ হল এই রকম মনে হওয়া স্বাভাবিক বলেও তিনি জানান।

প্রসঙ্গত শুক্রবারও তাঁকে আবার পরীক্ষানিরীক্ষা করার কথা আছে। গতকাল রাতে হাসপাতাল থেকে বেরোনোর সময় মমতা বন্দ্য়োপাধ্য়ায়রের কপালে ব্যথা আছে বলে জানান ফিরহাদ হাকিম। হাসপাতালে ছুটে যান তৃণমূলের প্রথম সারির কিছু নেতানেত্রী। তাঁরজন্য ধেয়ে আসে শুভেচ্ছাবার্তা। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।