আরজি করের ছায়া এসএসকেএমে, রোগী মৃত্যুতে চিকিত্সককে মার-ভাঙচুর

আরজি করের (RG Kar) ছায়া এবার এসএসকেএমে (SSKM)। রোগী মৃত্যুর ঘটনায় ডিউটিরত ডাক্তারদের ওপরই চড়াও হল রোগীর পরিবার। রবিবার সন্ধ্যার ঘটনা। ভাঙচুর করা হয় এসএসকেএম…

আরজি করের (RG Kar) ছায়া এবার এসএসকেএমে (SSKM)। রোগী মৃত্যুর ঘটনায় ডিউটিরত ডাক্তারদের ওপরই চড়াও হল রোগীর পরিবার। রবিবার সন্ধ্যার ঘটনা। ভাঙচুর করা হয় এসএসকেএম হাসপাতাল ভেতর। কয়েকজন চিকিত্সককে ধরে মারধর করা হয় বলে জানা গিয়েছে।

আন্দোলন-তদন্ত নিয়ে হতাশ মৃতার বাবা, তুললেন দ্বিচারিতার অভিযোগ

হাসপাতাল সূত্রের খবর, খিদিরপুরের এক কিশোর গত কয়েকদিন ধরে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি ছিল। রবিবার ওই কিশোরের মৃত্যু হয়। সে খবর জানার পর থেকেই মৃতের পরিবারের লোকজন উত্তেজিত হয়ে পড়ে। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে সরব হন মৃতের পরিজনেরা। ফোন করে খিদিরপুর থেকে আরও দলে দলে লোক এসে ভিড় বাড়াতে থাকে হাসপাতালে। শুরু হয় উত্তেজনা।

আরজি কর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় পোস্ট,হাজার জনকে নোটিশ পাঠিয়ে তলব লালবাজারে

ভাঙচুর চালানো হয় কয়েকটি ওয়ার্ডে এবং কয়েকজন চিকিত্সকদের ধরে মারধর করা হয়েও অভিযোগ। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ। হাসপাতের প্রতিটি গেট, অফিস ও ওয়ার্ডে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী।

নেশা কিংবা চারিত্রিক দোষ, প্রতিটি সিভিক ভলান্টিয়ারের তথ্য চাইল লালবাজার

Advertisements

এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।আরজি কর নিয়ে যখন চারিদিকে পরিবেশ উত্তপ্ত তারমধ্যে এসএসকেএমের এই ঘটনা নিঃসন্দেহে চিকিত্সকদের মধ্যে আরও ক্ষোভের সঞ্চার ঘটাবে।

প্রতিবাদের ‘আগুন’ এবার ময়দানেও, পুলিশি ব্যারিকেডে ‘জয় হে’ মেলাল ‘হলুদ-মেরুন’কে

ইতিমধ্যেই আরজি কর কাণ্ডে কর্মবিরতির ডাক দিয়েছে সর্বভারতীয় মেডিক্যাল সংগঠনগুলি। প্রতিবাদে পথে নেমেছেন চিকিত্সকেরা। তারমধ্যেই ফের চিকিত্সক নিরাপত্তা নিয়ে অস্বস্তি কিন্তু আরও বাড়ল।