SSC scam: বাইরে থেকে সাক্ষীদের প্রভাবিত করছেন তাপস, বিস্ফোরক মন্তব্য কুন্তলের

নিয়োগ দুর্নীতি মামলায় (SSC scam) শুক্রবার ফের তৃণমূল নেতা কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) হেফাজতে নিল ইডি। এদিন আলিপুর আদালত থেকে বের হওয়ার সময় কুন্তলকে ডায়েরি নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি গোপাল শব্দ উচ্চারণ করেন।

Kuntal Ghosh Tapas Mandal

নিয়োগ দুর্নীতি মামলায় (SSC scam) শুক্রবার ফের তৃণমূল নেতা কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) হেফাজতে নিল ইডি। এদিন আলিপুর আদালত থেকে বের হওয়ার সময় কুন্তলকে ডায়েরি নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি গোপাল শব্দ উচ্চারণ করেন। এরপরেই তিনি বলে বসেন, তাপস মণ্ডল এই মুহুর্তে জেলের বাইরে রয়েছেন। তিনি অন্য কোনও সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। কুন্তলের এই মন্তব্য ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের কাছ থেকেই প্রথমে উঠে এসেছিল কুন্তল ঘোষের নাম। তাঁর সঙ্গে বিরাট অঙ্কের টাকার লেনদেন্রর কথাও তুলে ধরেন তাপস মণ্ডল। তাপসের নাম এফআইআরে থাকার পরেও কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে না? এই প্রশ্ন আগেও তুলতে শোনা যায় কুন্তলকে। এমনকি তাপস মণ্ডলের সঙ্গে বিজেপির যোগ রয়েছে বলেও মন্তব্য করতে দেখা যায় তাঁকে।

অন্যদিকে এদিন এদিন আদালতে কুন্তলকে পেশ করা হলে তাঁর বক্তব্য শুনতে চান বিচারক। এরপরেই কুন্তল বলে বসেন এই কথা। কিন্তু কেন একথা বললেন কুন্তল? তবে কী আড়াল করার চেষ্টা করছেন তিনি? ওয়াকিবহাল মহলের ধারণা, গতকাল কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য জানতে চেয়েছিল ইডি। ইডি সূত্রে খবর, এবিষয়ে বিশেষ মুখ খুলতে দেখা যায়নি কুন্তলকে। এমনকি তাঁর সঙ্গে কোন প্রভাবশালী নেতাদের যোগ ছিল? সেসম্পর্কেও কিছু জানাননি। তবে কী দলের নেতাদের আড়াল করলেন কুন্তল?

এদিনেও অবশ্য আদালতের কাছে সম্পূর্ণ কোনও উত্তর দিলেন না তিনি। কেস ডায়েরির কথা বলতে গেলে বিচারক নতুন কিছু শুনতে চান। এরপর গোপাল দলপরি সম্পর্কে বলতে গিয়েও থেমে যান কুন্তল। বিচারকের নির্দেশ, নতুন কিছু বলার থাকলে আইনজীবী মারফত বলুন। পরে আইনজীবীর সঙ্গে কথা বললেও সেভাবে মুখ খুললেন না কুন্তল।

অন্যদিকে, এদিন কুন্তলকে হেফাজতে নেওয়ার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে সিবিআই। এমনকি তাঁর দুটি অ্যাকাউন্টে ছয় কোটি টাকার কথাও উল্লেখ করা হয়েছে নির্দেশ নামায়। সিবিআই প্রসঙ্গে কুন্তলের মন্তব্য, সমতভাবে তদন্তে সাহায্য করব।