SSC Scam: পার্থবাবুর ঘনিষ্ট তৃণমূল ছাত্র নেতারা টাকা তোলার এজেন্ট, ইগল দৃষ্টিতে দেখছে ইডি

মুখ্যমন্ত্রী মমতার অতি ঘনিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে যত ভিতরে ঢুকছে ইডি, তত তাদের চমক। ইগল দ়ৃষ্টিতে ইডি খুঁজছে কোটি কোটি টাকা, বিপুল সোনা…

মুখ্যমন্ত্রী মমতার অতি ঘনিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে যত ভিতরে ঢুকছে ইডি, তত তাদের চমক। ইগল দ়ৃষ্টিতে ইডি খুঁজছে কোটি কোটি টাকা, বিপুল সোনা কী পদ্ধতিতে (SSC Scam) নিজের কাছে আনতেন প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এবার তাদের নজর কিছু তৃণমূল ছাত্র পরিষদ নেতা ও নেত্রীর উপর।

সূত্রের খবর, জেরায় পার্থ স্বীকার করেছেন তার সঙ্গে ঘনিষ্ঠ কয়েকজন টিএমসিপি নেতা-নেত্রী জড়িত ছিল। ইডির অনুমান এদের দিয়েই পার্থ চট্টোপাধ্যায় মেধা তালিকার বাইরে থাকা বহুজনের কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করেছিলেন। তারা কারা? সেই তৃণমূল ছাত্র পরিষদ নেতা নেত্রীদের কয়েকজনকে চিহ্নিত করা গেছে বলেই জানা যাচ্ছে।

এ রাজ্যে গত বাম জমানার পর তৃ়ণমূল কংগ্রেস সরকারের টানা দশ বছরের শাসন পেরিয়ে তৃতীয়বার সরকার চলছে। স্বাভাবিকভাবেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এখন টিএমসিপি সংগঠনের রমরমা। গুটিকয়েক কলেজে আছে পূর্বতন বামফ্রন্ট সরকারের মূল শরিক সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই। বিভিন্ন সময় তারা শিক্ষাক্ষেত্রে চরম দুর্নীতি, টাকা নিয়ে ভর্তির প্রশ্ন তুলেছে। বহুক্ষেত্রে এই অভিযোগ প্রমানিত। এ রাজ্যে শিক্ষাদফতরের নিয়োগ ঘিরে নজিরবিহীন দুর্নীতির তদন্তে ইডি সরাসরি খতিয়ে দেখছে তৃ়ণমূল ছাত্র সংগঠনের ভূমিকা।

ইডির নজর পড়েছে তৃণমূলের ৫ ছাত্র নেতার উপর। যারা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। সূত্রের খবর, পার্থর ঘনিষ্ঠ ওই ছাত্র নেতারা চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলিয়ে দিত। তাই ওই ৫ জন ছাত্র নেতার সম্পত্তির আয় ব্যয়ের হিসেব জানতে চাইছে ইডি। পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করে তাদের নাম উদ্ধারের চেষ্টা করছে ইডি।

এছাড়া ইডি নজরে আছে পার্থ বান্ধবী অর্পিতা মুখ্যোপাধ্যায়ের দেওয়া বারাসাতের এক টেক্সটাইল সংস্থা। এদের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠভাবে যোগাযোগ সে কথা জানতে পেরেছে ইডি। তারা পার্থ চট্টোপাধ্যায়ের এলাকা নাকতলার পুজোতে বিপুল অঙ্কের টাকা দিত। প্রয়োজনে ওই টেক্সটাইল কোম্পানির কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি।