তৃণমূল আমলে বেআইনি নিয়োগ, ৯৪ শিক্ষকের চাকরি বাতিল

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চ আগেই নির্দেশ দিয়েছিল প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে (DPSC) নির্দেশ দিল নিয়োগ…

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চ আগেই নির্দেশ দিয়েছিল প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে (DPSC) নির্দেশ দিল নিয়োগ বাতিল করার। ফলে হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গেল ৯৪ জন প্রাথমিক শিক্ষকের চাকরি।

জানা যাচ্ছে, শুক্রবার রাতে পর্ষদের চিঠি পৌঁছায় ডিপিএসসির চেয়ারম্যানদের কাছে। পর্ষদের চিঠিতে ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিলের উল্লেখ রয়েছে। অভিযোগ যে ২০১৪ ও ২০১৭ সালের টেটে বেনিয়ম করে তাঁরা চাকরি পেয়েছিলেন। এরপর এই অভিযোগে শিক্ষক নিয়োগের মামলা হয় হাইকোর্টে। এছাড়াও এই ৯৪ জন টেট পাশের কোনও নথি দেখাতে পারেননি।

উল্লেখ্য, সিবিআই আদালতে ৯৬ জনের টেট পাশ নিয়েই সংশয় প্রকাশ করে। এই ৯৬ জনের মধ্যে ৯৪ জন টেট পাশই করেননি বলে অভিযোগ এনে সিবিআই একটি তালিকা তৈরি করে। মামলা ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এরপর ডিপিএসসি মারফত এই ৯৬ জনকে পর্ষদ ডেকে পাঠায়। এরমধ্যে ৯৫ জন পর্ষদের অফিসে হাজির হয়েছিল। কিন্তু তাদের মধ্যে ৯৪ জন টেট পাশের প্রমাণ দেখাতে পারেনি।

এই শিক্ষক নিয়োগ মামলায় বিচারপতি অমৃতা সিনহা ৯৪ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন। বিচারপতি অমৃতা সিনহা বলেন মেধার ভিত্তিতে যোগ্যদের চাকরি দিতে হবে। এরপর পর্ষদও মেনে নেয় যে এই নিয়োগ বেআইনি। এবার ডিপিএসসিকে চিঠি দিয়ে চাকরি বাতিলের প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিল আদালত।