SSC SCAM: তদন্তকারী সংস্থা কেন বৃহত্তর ষড়যন্ত্র বলছে? প্রশ্ন পার্থর

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে চলতি বছরের ২২ জুলাই থেকে তাঁকে হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। একই অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে(SSC SCAM)…

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে চলতি বছরের ২২ জুলাই থেকে তাঁকে হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। একই অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে(SSC SCAM) পার্থর বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ এনেছে সিবিআই। আদালতে বারংবার তা প্রমাণও করার চেষ্টা করা হয়েছে। সোমবার আদালতের কাছে সেই বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ সম্পর্কে জানতে চাইলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। বৃহত্তর ষড়যন্ত্র কেন বলা হচ্ছে? বলে সরাসরি প্রশ্ন তুলেছেন পার্থ।

আজ আলিপুর আদালতে শুনানি চলাকালীন পার্থ চট্টোপাধ্যায় বলেন,’তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ আনছে। বলা হচ্ছে তাঁর মদতেই গোটা দুর্নীতি হয়েছে’। তদন্তকারী সংস্থার এরূপ অভিযোগ নস্যাৎ করে পার্থর বক্তব্য, নিয়োগ দুর্নীতি দুরস্ত, উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠক পর্যন্ত করেননি তিনি। 

সূত্রের খবর, নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, সেখানে বিরাট ভূমিকা রয়েছে প্রাক্তন উপদেষ্টা কমিটির। সেই কমিটির অধিকাংশ ব্যক্তিরাই ছিলেন সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা সহ অন্যান্যরা। যাদের বেশিরভাগ জন এই মুহুর্তে জেলবন্দি রয়েছেন। শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশন নয়, মধ্যশিক্ষা পর্ষদ এর সঙ্গে যুক্ত রয়েছে। কীভাবে দুর্নীতি হয়েছে, কার কী ভূমিকা ছিল? সবটাই আদালতের সামনে তুলে ধরেছে সিবিআই। এমনকি একে অপরের সঙ্গে যুক্ত বলেও দাবি করা হয়েছে।  

অন্যদিকে, এদিন আদালতে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে আদালতে পেশ করা হয়। এদিন সুবীরেশের বিষয়েও আদালতে শুনানি ছিল। সেই মামলার শুনানি শেষ হয়েছে। তবে রায়দান স্থগিত রাখা হয়েছে। 

ডিসেম্বরে তৃণমূল সরকার ভেঙে যেতে পারে বলে বারবার জনসম্মুখে জোড় গলায় বলেছে বিজেপি নেতৃত্বরা। আজ আদালতে প্রবেশের আগে ডিসেম্বরে দলের ডেডলাইন নিয়ে মুখ খুললেন জেল হেফাজতে থাকা রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।‌ গ্রেফতার হওয়ার পর দল তাকে বহিষ্কার করলেও দলের প্রতি অনুগত্য এখনো বজায় রেখেছে পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ তিনি বলেন,’ তৃণমূলের কেউ ক্ষতি পারবে না’। নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে প্রবেশের মুখে এমনটাই দাবি করলেন শাসক দলের প্রাক্তন মহাসচিব।