তাপস মণ্ডল (Tapas Mondal) কী বলবেন তা নিয়ে চিন্তার পাহাড় তৃণমূল কংগ্রেসের ভিতর। ইডি জেরা করতে প্রস্তুত। জেরার আগে তাপস মণ্ডলের একের পর এর বিস্ফোরক দাবিতে শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতির (SSC Scam) তদন্তে কোন রাঘববোয়ালরা চিহ্নিত তা নিয়েও প্রবল চর্চায়।
এদিকে গ্রেফতার হওয়া তৃণমূল যুব সংগঠনের নেতা কুন্তল ঘোষ চাকরি দিতে কোটি কোটি টাকা হাতিয়েছে বলে দাবি করেছেন তাপস মণ্ডল। দুজনই পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলছেন। দুজনকেই জেরা করে আরও সূত্র খুঁজতে মরিয়া ইডি।
নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত তৃ়ণমূল যুবনেতার ডাইরিতে লেখা নামগুলো সাংকেতিক শব্দ। সেই সংকেত ভাঙা এখনও যায়নি। সাইবার বিশেষজ্ঞদের সাহায্যে কোড ভাঙতে মরিয়া ইডি। তবে কুন্তল তদন্তে অসহযোগিতা করছেন বলেই অভিযোগ। এক্ষেত্রে তাপস ও কুন্তলের মধ্যে বয়ান বিশ্লেষণ করেই পরবর্তী তদন্ত কর্মসূচি এগিয়ে যাবে।
কুন্তলের ডাইরিতে লেখা কিছু সাংকেতিক শব্দ। সেই সংকেত ভাঙলেই মিলবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত শাসক দল তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন রাঘব বোয়ালের সন্ধান।
হুগলির বলাগড়ের টিএমসি যুব নেতা কুন্তল ঘোষ চাকরি দেওয়ার নাম করে ১৯ কোটি ৪৪ লক্ষ টাকা তুলেছে বলে অভিযোগ। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে কুন্তল ঘোষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার সাথে তৃণমূল নেতা মন্ত্রীদের একের পর এক ছবি ভাইরাল হয়ে গেছে। প্রভাব খাটিয়ে সে শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছিল।