SSC Scam: অভিষেকের ছোঁয়ায় চাকরি প্রার্থীদের গায়ে যেন কয়লার দাগ না লাগে: সেলিম

এসএসসি উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সঙ্গে তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদকের ক্যামাক স্ট্রিটের অফিসে দেখা করার বিষয়টি রাজনৈতিক বিতর্কের চেহারা নিল। অভিযোগ, অভিষেকের সঙ্গে একাংশের দেখা হওয়ার…

এসএসসি উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সঙ্গে তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদকের ক্যামাক স্ট্রিটের অফিসে দেখা করার বিষয়টি রাজনৈতিক বিতর্কের চেহারা নিল। অভিযোগ, অভিষেকের সঙ্গে একাংশের দেখা হওয়ার পর বাকিরা অখুশি। কেন রাজ্য সরকারের প্রতিনিধি নেই? অভিষেক কি রাজ্য শিক্ষা দফতরের কেউ উঠছে প্রশ্ন। (SSC Scam)

Advertisements

এই বৈ়ঠক নিয়ে তীব্র ক্ষোভ জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেছেন, বৈঠক কোনও শিক্ষা দফতরের বা রাজ্য সরকারি ভবনে হয়নি। এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেছিলেন চাকরি পার্থীরা। কিছুই হয়নি। তাদের উপর পুলিশের বলপ্রয়োগ হয়েছে। খেদিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বারবার আশ্বাস দিলেও কিছু হয়নি।

   

মহম্মদ সেলিমের দাবি, অভিষেকের এই বৈঠক প্রমাণ করে দিল এই সমস্যা শুধু রাজ্য শিক্ষা দফতরের নয়। এটি তৃ়ণমূল দলের। অভিষেককে কটাক্ষ করে সেলিম বলেন, যখন ধর্না চলছিল তখন একজন জনপ্রতিনিধির চিন্তা হলনা?

পড়ুন অবশ্যই ধৃত পার্থ চট্টোপাধ্যায় কেন ষড়যন্ত্র বার্তা দিলেন মমতাকে। 

SSC Scam: তৈরি চিত্রনাট্য? ‘আমি ষড়যন্ত্রের শিকার’, ঘেরাটোপ থেকে চিৎকার পার্থর, মমতাকে বার্তা

সেলিমের বিস্ফোরক মন্তব্য, আমি আশা করব যারা বৈঠকে গিয়েছেন অভিষেকের ছোঁয়ায় তাদের (পড়ুন চাকরি প্রার্থী) গায়ে যেন কয়লা আর ময়লার দাগ না গায়ে লাগে। সেলিমের অভিযোগ, শিক্ষক চাকরি পেতে আন্দোলনকারীদের মধ্যে ঐক্য ভাঙার চেষ্টা চলছে।

৫০২ দিন ধরে ধর্মতলায় গান্ধী মুর্তির পাদদেশে আন্দোলন করে চলেছেন স্কুল সার্ভিস কমিশনের বঞ্চিত চাকরি প্রার্থীরা। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কোটি কোটি কালো টাকার বেআইনি ভাণ্ডার বাজেয়াপ্ত করছে ইডি। পার্থকে দল ও মন্ত্রিসভা থেকে সরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই প্রবল চাপের মুছে তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তিনি ধর্নারত চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে চান।

শুক্রবার এসএসসি চাকরি প্রার্থীদের একাংশের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বৈঠকে মেলেনি কোনও সমাধান সূত্র। আলোচনায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে অভিষেকের সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানালেন চাকরিপ্রার্থী সৈদুল্লাহ। তিনি বলেন, কত দিনের মধ্যে নিয়োগ হবে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নবম থেকে দ্বাদশ, মেধা তালিকা ভুক্ত প্রত্যেক চাকরিপ্রার্থীর নিয়োগ সুনিশ্চিতকরণের জন্য উনি চেষ্টা করবেন।