SSC Scam: আপনাদের আরাধ্য দেবীকে একটু সামলে রাখবেন, বিকাশের ইঙ্গিতে তৃণমূল ভীত

বিকাশরঞ্জন কেন এমন বললেন?তদন্ত কি আরও বড় হতে চলেছে?

এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC Scam) তদন্তে ইডি অভিযানে ফের কোটি কোটি টাকা ও সোনা বাজেয়াপ্ত হলো অর্পিতা মুখার্জির বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে। আরও কিছু ফ্ল্যাটে এখনও অভিযান শুরু হয়নি। তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতাকে জেরা করছে ইডি।

এই অভিযান চলার মাঝে সিপিআইএম সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের ফের রহস্যজনক মন্তব্য করলেন। রাজ্যের তৃ়ণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বুদ্ধিজীবীদের তিনি বলেছেন, আপনাদের আরাধ্য দেবীকে সামলে রাখবেন।

   

বিকাশবাবুর ইঙ্গিত তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাশবাবু লিখেছেন-বিশিষ্ট উপাধি প্রাপ্ত নাগরিক ও কলমচিরা নিশ্চই বুঝতে পারছেন কীভাবে আপনারা এই পাহাড় প্রমান দুর্নীতির সহযোগী হয়ে পড়েছেন| কমিউনিস্ট বিরোধিতা করতে গিয়ে কত নীচে আপনাদের নামানো হয়েছে| নিশ্চই বুঝতে পারছেন| তবে , না বোঝার ভান করে থাকাটাই ভাল| হঠাৎ করে আবার সাংবাদিক সম্মেলন ডেকে বলবেন না যেন এটা সিপিএমের চক্রান্ত| কিম্বা, সিপিএম উকিলদের খেলা| যাই বলুন না কেন, একটু হিসেব করে বলবেন| বঙ্গবিভূষণ দিয়ে সবাই কে কেনা যাবে না| আপনাদের আরাধ্য দেবী কে একটু সামলে রাখবেন| যে কোন সময় যে কোন বিপদ ঘটিয়ে ফেলতে পারেন| তখন বিলাপ করে লাভ হবে না।

এর আগে বিকাশরঞ্জন ভট্টাচার্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা বাম আমলের বার্থ সার্টিফিকেট দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী প্রমাণ দিতে পারলে তাঁকে এক ঝুড়ি রসগোল্লা পাঠাব।

SSC Scam: আপনাদের আরাধ্য দেবীকে একটু সামলে রাখবেন, বিকাশের ইঙ্গিতে তৃণমূল ভীত

এসএসসি দুর্নীতি মামলার প্রধান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। সিপিআইএমের রাজ্যসভা সাংসদ আগেও বলেছেন, সম্পূর্ণরূপে তদন্ত হলে প্রমানিত হবে পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতারা চুনোপুঁটি। মমতা কে জেরা করলে সব সত্য বেরিয়ে আসবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন